মেসির চোট ‌নিয়ে নতুন করে উদ্বেগ মায়ামি শিবিরে  

মেসির চোট ‌নিয়ে নতুন করে উদ্বেগ মায়ামি শিবিরে   
21 Sep 2023, 01:45 PM

মেসির চোট ‌নিয়ে নতুন করে উদ্বেগ মায়ামি শিবিরে

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: চোটের জল্পনার মধ্যেই মাঠে নামলেন মেসি।মাঠে নামার পর মেসিকে বেশ প্রাণবন্ত লাগছিল। ২৩তম মিনিটে সুবর্ণ সুযোগ পান। তার দূরের পোস্টের ভলি বারের ওপর দিয়ে চলে যায়। ১৫ মিনিট পর পরিষ্কার বোঝা গেছে, শারীরিকভাবে অস্বস্তিতে ভুগছেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। তার স্থলাভিষিক্ত করা হয় টেলরকে।মায়ামির শুরুর একাদশে থাকলেও বেশিক্ষণ মাঠে পারফর্ম করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শুরুর পর থেকেই পায়ে স্ট্রেচিং করছিলেন মেসি। পায়ে টান লাগার কারণে ম্যাচের ৩৭তম মিনিটেই তাকে উঠিয়ে নেন কোচ তাতা মার্টিনো। তার তিন মিনিট আগেই উঠিয়ে নেয়া হয়েছিলো মেসির সতীর্থ জর্ডি আলবাকেও। ইনজুরির সমস্যা দেখা দিয়েছে তারও।

মেসির যে চোট রয়েছে এই জল্পনা আগেই তৈরি হয়েছিল। বলিভিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচে দেখা যায়নি মেসিকে। ক্লাবের হয়ে ফেরার পর আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচেও খেলেননি তিনি। সেই ম্যাচে ২-৫ হারে মায়ামি। এ দিন অবশ্য মেসি পুরো ম্যাচে না থাকলেও জিততে অসুবিধা হয়নি। রবার্ট টেলরের জোড়া গোলে টরন্টোকে ৪-০ হারিয়েছে মায়ামি।মেসি ও আলবা উঠে গেলেও জিততে সমস্যা হয়নি মায়ামির। আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো ফ্যারিয়াস এগিয়ে দেন ইন্টার মায়ামিকে। বিরতির পরে দেখা গিয়েছে মায়ামিরই দাপট। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান টেলর।

৭০ মিনিটে বেঞ্জামিন ক্রামসি ৩-০ করেন। ৮৬ মিনিটে টেলর ৪-০ করেন। ম্যাচের সেরাও হন তিনি। মেসি তার জাতীয় দল ও ক্লাবের হয়ে গত দুটি ম্যাচে খেলেননি। গত ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে সবশেষ খেলেন তিনি এবং তার গোলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ জেতে আর্জেন্টিনা। বলিভিয়া ও আটলান্টা ম্যাচে না খেলার কারণ ক্লান্তি বলে ধারণা করা হচ্ছে। এসব নিয়ে মেসির কোনও মন্তব্যও পাওয়া যায়নি।

Mailing List