রাজ্যের সঙ্গে আলোচনা, চারদিন পর আন্দোলন প্রত্যাহার কুড়মিদের

রাজ্যের সঙ্গে আলোচনা, চারদিন পর আন্দোলন প্রত্যাহার কুড়মিদের
24 Sep 2022, 01:15 PM

রাজ্যের সঙ্গে আলোচনা, চারদিন পর আন্দোলন প্রত্যাহার কুড়মিদের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: অবশেষে রেল অবরোধ ও সড়ক অবরোধ তুলে ‌নিল কুড়মিরা। টানা চারদিন ধরে ট্রেন অবরোধের পাশাপাশি জাতীয় সড়কও অবরোধ করে কুড়মিরা। ফলে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ বিভিন্ন এলাকায় তীব্র সমস্যা দেখা দিয়েছিল। এবার সেই সমস্যা দূর হল বলেই মনে করছেন সকলে।

পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দার মাধ্যমে ভিডিয়ো কনফারেন্স হয়। তাতে যোগ দেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশল। বৈঠকে ইতিবাচক সাড়া মেলায় কুড়মিরা অবরোধ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। তবে এ ব্যাপারে আন্দোলনকারীদের নামে যাতে কোনও মামলা না হয় সেটিও দেখার জন্য দাবি করেছেন কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো।

প্রসঙ্গত, কুড়মিদের তপসিলি উপজাতির স্বীকৃতি ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন শুরু করে কুড়মিরা। কুড়মি সমাজের নেতা অজিতপ্রসাদ মাহাতো জানান, বলেন, ছ’টি রাজ্যে ছড়িয়ে রয়েছে প্রায় থাকা দেড় কোটি মানুষ। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম এবং ছত্তীসগঢ়ে বসবাসকারী কুড়মিরা (মাহাতো) কুড়মালি ভাষায় কথা বলেন। অথচ জাতীয়স্তরে এই ভাষার স্বীকৃতি মেলেনি। তবে পশ্চিমবঙ্গ সরকার কুড়মালি কে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে।

 

Mailing List