নিজেকে সর্বকালের সেরা অ্যাথলিট মনে করে নীরজ? উত্তর দিলেন সোনাজয়ী

নিজেকে সর্বকালের সেরা অ্যাথলিট মনে করে নীরজ? উত্তর দিলেন সোনাজয়ী
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: অলিম্পিকের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আবারও সোনা জয় নীরজ চোপড়ার। এই সাফল্যের পরই জল্পনা তৈরি হয়েছে। নীরজই কী ভারতের সর্বকালের সেরা অ্যাথলিট?
নিজেকে সর্বকালের সেরা না বললেও তাঁর সাফল্য যে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করছে তা মানছেন নীরজ। তিনি বলেন, ‘‘ভারতে এখন অনেক প্রতিভা। তরুণ প্রজন্ম অ্যাথলেটিক্সের দিকে ঝুঁকছে। তাতে আমারও কিছু কৃতিত্ব আছে। দেশের জন্য আরও অনেক পদক জিততে চাই। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করব।’’
তবে এখানেই যে তিনি থামতে চান, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন নীরজ। তিনি জানিয়েছেন, বুদাপেস্টেই ৯০ মিটারের গণ্ডি পার করে ফেলবেন বলে আশা করেছিলেন। এবার সেটা না হলেও আগামিদিনে সেই স্বপ্নের ৯০ মিটারের বেড়া পেরিয়ে যাওয়ার জন্য আরও পরিশ্রম করবেন। সেইসঙ্গে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে সোনার ছেলে বলেন, ‘সবকিছু করতে পারি (আমরা)।’
সংবাদ সংস্থাকে নীরজের বাবা সতীশ কুমার বলেন, ‘এটি আমাদের পরিবার, গ্রাম এবং দেশের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত কারণ আমরা বিশ্ব চ্যাম্পিয়নশিপেও স্বর্ণপদক পেয়েছি। এটা গোটা ভারতের জন্য দারুণ এক খুশির মুহূর্ত। আমি চাই দেশের যুব প্রজন্ম এই সাফল্য থেকে অনুপ্রাণিত হোক, তাঁদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাক। নীরজ ভারতে ফিরে এলে আমরা উদযাপন করব।’
নীরজ প্রথম চেষ্টায় ফাউল করেন। এর পর দ্বিতীয় চেষ্টায় তিনি ৮৮.১৭ মিটার দূরে জ্যাভেলিন ছোড়েন। তৃতীয়বার নীরজ চোপড়া ৮৬.৩২ মিটার পার করেন। জার্মান তারকা জুলিয়ান ওয়েবার ৮৫.৭৯ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ প্রচেষ্টায় ৮৭.১৫ মিটার ছোড়েন আরশাদ। চতু্র্থ প্রচেষ্টায় ৮৪.৬৪ মিটার ছোড়েন নীরজ। পঞ্চম প্রচেষ্টায় ৮৭.৭৩ মিটার ছোড়েন ভারতের সোনার ছেলে। শেষ চেষ্টায় ৮৩.৯৮ মিটার ছুড়লেন নীরজ। দ্বিতীয় হলেন পাকিস্তানের আরশাদ।


