বিশ্ব অ্যাথলেটিক্স ফাইনালে নীরজ, পদকের স্বপ্ন দেখাচ্ছেন

বিশ্ব অ্যাথলেটিক্স ফাইনালে নীরজ, পদকের স্বপ্ন দেখাচ্ছেন
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় স্পোর্টস ফ্যানদের নজর শুক্রবার দুপুরে ছিল সেইদিকেই কারণ জ্যাভলিন থ্রো-তে ফের ভারতের প্রতিনিধিত্ব করতে নেমেছিলেন নীরজ চোপড়া৷ অলিম্পিক্সে সোনা জয়ী নীরজকে এবারও প্রচুর আশা-স্বপ্ন৷ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আগে ব্রোঞ্জ পেলেও সোনা আসেনি, এবার কী সেই অধরা স্বপ্নই পূরণ হবে৷
নীরজ এদিন বুডাপেস্টের ন্যাশনাল অ্যাথলেটিক্স সেন্টারে, গ্রুপ এ-র ১৮ তম সদস্য হিসেবে জ্যাভলিন ছুড়েছিলেন। এদিন তাঁর ৮৮.৭৭ মিটারের থ্রো, এই মরসুমের সেরা পারফরম্যান্স। ২৭ জন জ্যাভলিন থ্রোয়ারকে গ্রুপ এ ও গ্রুপ বি-তে ভাগ করা হয়েছিল। যাঁরা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য় নেমেছিলেন এদিন। ফাইনালের টিকিট সংরক্ষণ করার জন্য় কোয়াইলিফাইং মার্ক ছিল ৮৩.০০ মিটার। নীরজ হেসে খেলে তার চেয়ে বহু দূর জ্যাভলিন পাঠিয়েছেন।
ডিপি মনুও নীরজের সঙ্গে গ্রুপ এ-তে রয়েছেন, অন্যদিকে কিশোর জেনা গ্রুপ বি-তে একমাত্র ভারতীয় হিসাব রয়েছেন। নীরজ চোপড়াও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৫ মিটারের বেশি জ্যাভলিন নিক্ষেপ করে প্যারিস অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করেছেন। প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের জন্য ন্যূনতম ৮৫.৫০ মিটার প্রয়োজন এবং নীরজ তার প্রথম প্রচেষ্টায় ৮৮.৭৭ মিটার সাফ করেছেন।
চোটের জন্য বেশ কয়েক মাস ম্যাচের বাইরে ছিলেন। এরপরেও কীভাবে কামব্যাক করলেন নীরজ? তিনি বলছেন, 'চোটের পর নিজেকে আগলে রাখতে চেয়েছিলাম। কারণ আমার সামনে অনেক বড় লক্ষ্য ছিল। চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের সেরা পারফরম্যান্স করার চেষ্টা করব। কারণ আমার টার্গেট শুধুই ট্রফি।'


