দ্বাদশ শ্রেণির বই থেকে বাদ যাচ্ছে খালিস্তান অধ্যায়, ঘোষণা এনসিইআরটি-র

দ্বাদশ শ্রেণির বই থেকে বাদ যাচ্ছে খালিস্তান অধ্যায়, ঘোষণা এনসিইআরটি-র
31 May 2023, 08:45 PM

দ্বাদশ শ্রেণির বই থেকে বাদ যাচ্ছে খালিস্তান অধ্যায়, ঘোষণা এনসিইআরটি-র

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর (NCERT) দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে খলিস্তান আন্দোলনের (khalistan movement) অধ্যায়টি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিইআরটির বিশেষজ্ঞদের নিয়ে মিটিংয়ে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'পলিসিস ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স' নামক বইতে এই খলিস্তান শব্দটি উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, শিরোমণি গুরুদ্বোয়ারা প্রবন্ধক কমিটি এনসিইআরটি-র কাছে একটি চিঠি লিখেছিল। সেখানে তারা উল্লেখ করে, ১২ ক্লাসের বই থেকে খলিস্তান শব্দটি বাদ দিতে হবে। অন্যদিকে শিখরা বিচ্ছিন্নতাবাদী বলে যেভাবে বইতে দেখানো হয়েছিল সেই অংশটি বাদ দিতে হবে বলেও তাঁরা দাবি জানিয়েছিল।এদিকে গত মাসে ওই কমিটির প্রধান হরজিন্দর সিং ধামি জানিয়েছিলেন, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ ও ট্রেনিং তাদের পাঠ্যবইতে আনন্দপুর সাহিব নিয়ে বিভ্রান্তিকর তথ্য পেশ করেছে।

এরপরই এনিয়ে নড়েচড়ে বসে এনসিইআরটি। অনেকের মতে, পাঠ্যবইতে এই ধরনের তথ্য থাকলে পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। এদিকে কমিটির চিঠি পাওয়ার পরই এই নিয়ে আলোচনায় বসে বিশেষজ্ঞ কমিটি। এরপরই ওই অংশ বাদ দেওয়া সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়।  এনসিইআরটি জানিয়েছে, তাঁদের ওয়েবসাইটে ক্লাস টুয়েলভের ওই বইটির পরিবর্তিত অংশ শিগগিরই আপলোড করা হবে। এনিয়ে এনসিইআরটির তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, তৃতীয় প্যারাগ্রাফের শেষ লাইন, সেখানে সেপারেট শিখ নেশন এই শব্দটি বাদ দেওয়া হচ্ছে। পঞ্জাব সাব হেডিংয়ে এবার উল্লেখ করা হবে, 'The Resolution was a plea for strengthening federalism in India'। সেই সঙ্গে the creation of Khalistan এই অংশটিও পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে। মূলত খালিস্তান সম্পর্কিত বিতর্কিত অংশকে এবার বাদ দেওয়া হল পাঠ্যবই থেকে।

Mailing List