বীরভূমে পালিত এনসিসি দিবস  

বীরভূমে পালিত এনসিসি দিবস   
27 Nov 2022, 01:36 PM

বীরভূমে পালিত এনসিসি দিবস

 

দিব্যেন্দু গোস্বামী, বীরভূম

 

কেন্দ্র সরকার ভবিষ্যৎ প্রজন্মকে সামরিক বাহিনীতে প্রাধান্য দিতে চায়। তার জন্য বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে সৈনিক স্কুল। সেখানেই বিশেষভাবে পারদর্শী ছেলেমেয়েদের তৈরি করা হয় কিভাবে শত্রু পক্ষকে নিধন করা যাবে তার কৌশল।

শুধু সৈনিক স্কুলেই নয়, বিভিন্ন স্কুল কিংবা কলেজেও এনসিসি-র মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শেখানো হয় বিভিন্ন রকমের কৌশল। বাড়ানো হয় আত্মবিশ্বাস। যাতে তাঁরা আগামিতে সৎ নাগরিক তৈরি হন। তারই সঙ্গে সেনা বাহিনীতেও যোগ দিতে পারেন।

নভেম্বর মাসের শেষ রবিবার প্রতিবছর দেশ জুড়ে পালন করা হয় এনসিসি দিবস। সেই মতো রবিবার বীরভূমের সিউড়ির বিদ্যাসাগর কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে এই দিনটি। অংশ নিয়েছে বিভিন্ন স্কুল কলেজে এনসিসি-র সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ডিং অফিসার পিএস নায়ার। তিনি জানান, সিউড়িতে এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে গর্বিত। পাশাপাশি তিনি আরো জানা,ন এখানকার ছাত্র-ছাত্রীরা যেভাবে এনসিসি তে ভর্তি হচ্ছে তাতে আগামী দিনে দেশ পরিচালনার ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা পালন করবেন। এনসিসির মাধ্যমেই দেশ সেবায় নিয়োজিত হবে তরুণ প্রজন্ম।

Mailing List