গ্রহাণুর নমুনা নিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরল নাসার ক‌্যাপসুল

গ্রহাণুর নমুনা নিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরল নাসার ক‌্যাপসুল
01 Oct 2023, 06:30 PM

গ্রহাণুর নমুনা নিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরল নাসার ক‌্যাপসুল

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রায় সাতবছর পর ফিরে এল নাসার ক‌্যাপসুল। এবং সঙ্গে করে গ্রহাণু থেকে সংগ্রহ করা সবথেকে বড় নমুনা নিয়েছে এসেছে। আজ থেকে প্রায় সাতবছর আগে মহাকাশে একটি মহাকাশযান পাঠিয়েছিল নাসা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উটাহের মরুভূমিতে মহাকাশযানটির ক‌্যাপসুল অবতরণ করে। সেই দৃশ‌্য সরাসরি সম্প্রচার করেছে নাসা। নাসার পক্ষ থেকে বলা হয়েছে, ওসিরিস-রেক্স মহাকাশযানের ক‌্যাপসুল নিরাপদেই পৃথিবীর মাটি ছুঁয়েছে। গ্রহাণু থেকে আনা সবথেকে বড় নমুনা সংগ্রহ করে এনেছে ক‌্যাপসুলটি। এরকম নমুনা পৃথিবীতে আনার ঘটনা প্রথম। গ্রহাণু বেন্নু থেকে ক‌্যাপসুলটি নমুনা সংগ্রহ করেছে। এবং এই নমুনা সংগ্রহের জন‌্য ক‌্যাপসুলটিকে পাড়ি দিতে হয়েছে একশো কোটি মাইল। নাসা সূত্রে জানানো হয়েছে, ক‌্যাপসুলটি বেন্নু গ্রহাণু থেকে ২০২০ সালে নমুনাটি সংগ্রহ করেছিল। এটির ওজন প্রায় ২৫০ গ্রাম। এর আগে জাপানের মহাকাশযান গ্রহাণু থেকে দুটি নমুনা পৃথিবীতে এনেছিল। এবারের নমুনাটি সেগুলির থেকেও বড় বলে জানিয়েছে নাসা।

Mailing List