অমূল্য সম্পদের মালিক হলো নাসা!

অমূল্য সম্পদের মালিক হলো নাসা!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: এরকম আগে হয়নি। পৃথিবী চোখেই দেখেনি এই বস্তুর চেহারা কেমন। আর হাতে নিলে কেমন লাগে। অবশেষে বিশ্বের তা হাতে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন বিজ্ঞানীরা। যা এখন নাসার হাতে। এ সম্পদ তারাই অর্জন করেছে। যা তাদের মালিকানায় রয়েছে। তবে তার কিছুটা বিশ্বের নানা বিজ্ঞানীর হাতে তুলে দিতে চলেছে।এর জন্য টেক্সাসকে বেছে নিয়েছে নাসা।
সেখান থেকেই হবে এই বিতরণের কাজ। যা মোটে ২৫০ গ্রাম। তার ছোট ছোট ভাগ করেই বিতরণ করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
৭ বছরের লড়াইয়ের শেষে নাসার যান ওসিরিস-রেক্স(Osiris rex) ছুঁয়ে এসেছে এক গ্রহাণুকে। বেণু নামে ওই গ্রহাণুতে অবতরণ করে সেখান থেকে পাথর ও ধুলো সংগ্রহ করেছে সে।
তারপর সেটি সযত্নে একটি ক্যাপসুলে ভরে নিয়ে ফিরেছে পৃথিবীতে। ইউটা মরুভূমিতে নাসার যান সেই ক্যাপসুলটি ছুঁড়ে দেয় মহাকাশ থেকে। সেটিকে সেখান থেকে উদ্ধার করেন নাসার (Nasa) বিজ্ঞানীরা।
বিশ্ব মহাকাশ বিজ্ঞানে এ এক নতুন অধ্যায়। এই প্রথম কোনও গ্রহাণুতে পৌঁছে সেখান থেকে পাথর, মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছে কোনও যান।
বিজ্ঞানীরা মনে করছেন, বেণু নামে ওই গ্রহাণুর নমুনা পরীক্ষা করতে পারলে মহাকাশের আরও অনেক গোপন রহস্য ভেদ করতে সক্ষম হবেন।


