নদিয়া: অসুর-দুর্গার আড়ালে কাকে লক্ষ্য করে পোস্ট! প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় গেলেন সহ-শিক্ষকেরা

নদিয়া: অসুর-দুর্গার আড়ালে কাকে লক্ষ্য করে পোস্ট! প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় গেলেন সহ-শিক্ষকেরা
18 Sep 2023, 06:10 PM

নদিয়া: অসুর-দুর্গার আড়ালে কাকে লক্ষ্য করে পোস্ট! প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় গেলেন সহ-শিক্ষকেরা

 

কুহেলি দেবনাথ, নদিয়া

 

স্কুলের অন্যান্য শিক্ষকদের নাম না করে সোশ্যাল মিডিয়ায় অসুরদের সঙ্গে তুলনা এবং মেরে ফেলার হুমকি! প্রাণ নাশের আতঙ্কে থানার দারস্থ সহ-শিক্ষকরা। অভিযোগ, ওই স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভাতজাংলা কালিপুর উচ্চ বিদ্যালয়ের। ভাতজাংলা কালিপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাজিত সরকার। দিন কয়েক আগে ওই স্কুলের কমিটি গঠন নিয়ে জোরপূর্বক নির্বাচন করার অভিযোগ ওঠে। শুধু তাই নয় নির্বাচনের দিন কার্যত প্রহসন হয়েছে। অভিযোগ, প্রধান শিক্ষক সবাইকে ভয় দেখিয়ে ভোট প্রদান করিয়ে নিজে জয়লাভ করেছেন। অন্যদিকে গতকাল একটি সোশ্যাল মিডিয়ায় তার কড়া পোস্ট নিয়ে বিতর্কে সৃষ্টি হয়েছে। যেহেতু সামনে দূর্গা পুজো সেই দুর্গাপুজো নিয়ে ইতিহাস লিখতে গিয়ে স্কুলেরই অন্যান্য শিক্ষকদের কাউকে অসুর, কাউকে বা প্রধান অসুর বলে তুলনা করেছেন। শুধু তাই নয় নিজে পুরোহিত সাজার চেষ্টাও করেছেন ওই পোস্টে। পাশাপাশি অসুর বধ করার কথাও তিনি বলেছেন। এদিন স্কুলেরই অন্যান্য শিক্ষকরা মিলিতভাবে কৃষ্ণনগর কোতোয়ালি থানা এবং সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার কমল কুমার নুরুল বলেন, যেহেতু প্রধান শিক্ষক ওই পোস্টে অসুর বধের কথা বলেছেন সেই কারণে আমরা প্রাণনাশের আতঙ্ক করছি। শুধু তাই নয়, তিনি আমাদের পরিবার নিয়েও কটুক্তি করেছেন। তিনি বললেন, প্রধান শিক্ষক নিজের মত বিদ্যালয়টি চালাতে চাইছেন। উনি প্রতিদিন স্টাফেদের হুমকি দিতে থাকেন। কখনো মাইনে বন্ধ করে দেওয়ার হুমকি আবার কখনো অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি। এই ভাবেই দীর্ঘদিন ধরে ভয় দেখাচ্ছেন। প্রধান শিক্ষক একজন সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত এবং সুবিধাবাদী। সেই কারণেই আমরা তার বিরুদ্ধে একত্রিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করলাম।

অন্যদিকে ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সাজিত সরকার। তিনি বলেন, যেহেতু সামনে দুর্গাপুজো সেই কারণে আমি পুজোর ইতিহাস নিয়ে ওই পোস্টটি করেছি। এর সঙ্গে বিদ্যালয় এবং নির্বাচনের কোনও সম্পর্ক নেই। কেন তারা আমার বিরুদ্ধে অভিযোগ করল আমি সে বিষয়ে মন্তব্য করব না

Mailing List