নদিয়া: বাড়ি থেকে প্রাক্তন শিক্ষিকার পচাগলা দেহ উদ্ধার

নদিয়া: বাড়ি থেকে প্রাক্তন শিক্ষিকার পচাগলা দেহ উদ্ধার
25 Sep 2023, 03:05 PM

নদিয়া: বাড়ি থেকে প্রাক্তন শিক্ষিকার পচাগলা দেহ উদ্ধার

 

কুহেলি দেবনাথ, নদিয়া

 

নদিয়ার নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাধ রোড এলাকায় বাড়ির ভেতর থেকে উদ্ধার হল এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ। মৃতার নাম রেখা চন্দ (৮২)। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বৃদ্ধার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। আশেপাশের স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানিয়ে বৃদ্ধার পরিবার-পরিজন সহ স্থানীয় থানায় খবর দেয়। জানা গেছে,ওই বৃদ্ধা বাড়িতে একাই বসবাস করতেন।

স্থানীয়দের দাবি, প্রাক্তন শিক্ষিকা রেখা দেবী বাড়িতে একাই বসবাস করতেন। কর্মসূত্রে তার পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে থাকেন। তাকে শেষবারের মতো শুক্রবার দেখা গিয়েছিল বলে জানান এলাকাবাসী। খবর পেয়ে রবিবার রাতে নবদ্বীপে চলে আসেন রেখা দেবীর পরিবার-পরিজন। এবং নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নদিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শিক্ষক বৃন্দাবন মন্ডল সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। বয়স জনিত কারণে পড়ে গিয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

Mailing List