নদিয়া: রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুবকের

নদিয়া: রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুবকের
25 Sep 2023, 03:10 PM

নদিয়া: রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুবকের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রেল লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার, নদিয়ার নবদ্বীপ থানার বেদরাপাড়া গুমটির রেললাইন সংলগ্ন এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম বিশাল মন্ডল ওরফে বিপুল( ২২)। এই দিন লাইন পারাপার করতে গিয়ে অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের। মৃত যুবক ওই এলাকায় রেললাইন সংলগ্ন এলাকায় বসবাস করতেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে রেল পুলিশ ও জিআরপি। দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Mailing List