নাদাল বনাম ফেডেরার, শেষ বার, শেষ ম্যাচ  

নাদাল বনাম ফেডেরার, শেষ বার, শেষ ম্যাচ   
22 Sep 2022, 11:00 PM

নাদাল বনাম ফেডেরার, শেষ বার, শেষ ম্যাচ

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: জীবনের শেষ এটিপি প্রতিযোগিতায় দীর্ঘ দিনের প্রতিপক্ষ রাফায়েল নাদালের সঙ্গেই জুটি বেঁধে নামবেন রজার ফেডেরার। লন্ডনে লেভার কাপে টেনিস কোর্ট দেখবে টেনিসের সর্বকালের দুই অন্যতম সেরা মহানক্ষত্রকে শুক্রবার প্রতিপক্ষ হিসেবে নয়, সতীর্থ রূপে। ফেডেরার এবং নাদাল একে অপরের বিরুদ্ধে একাধিক ম্যাচ খেললেও তাঁদের দু'জনের গভীর বন্ধুত্ব এবং একে অপরের প্রতি সম্মান সম্পর্ক অবগত টেনিস বিশ্ব।

শুক্রবার পেশাদার টেনিস কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে চলেছেন রাজার ফেডেরার। সিঙ্গলসে রাজত্ব করা রজার কেরিয়ারের শেষ ম্যাচটি ডবলসে খেলবেন প্রিয় বন্ধু রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে। লেভার কাপে এই একটি ম্যাচই খেলবেন সুইস কিংবদন্তি।

 

রজার ফেডেরারকে সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিটের তকমাও দিচ্ছেন নোভাক। বলছেন, ‘ক্রীড়া ক্ষেত্রে রজারের প্রভাব অনবদ্য। ও যেভাবে খেলে, যেন মনে হয় টেনিস খুব সহজ। শুধুমাত্র খেলোয়াড় কিংবা টেনিস অনুরাগীদের কাছেই নয়, যে কোনও কোচের চোখেও নিখুঁত। রজারের লেগাসি দীর্ঘস্থায়ী।’ নোভাক আরও বলছেন, ‘আমি কিংবা অ্যান্ডি (মারে) কেউই ধারণা করিনি এটাই তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। এ সপ্তাহে তার বিদায়ি ম্যাচ। এ বারের লেভার কাপের বিশেষত্ব আরও বেড়ে গেল। সব ধরনের খেলা মিলিয়েই বলছি, রজার ফেডেরার সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট। কোর্ট এবং বাইরে ওর জনপ্রিয়তা অসীম। এই সপ্তাহটা অনবদ্য হতে চলেছে।’

Mailing List