হাওড়ার নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্য মৃত্যু, গ্রেফতার চার  

হাওড়ার নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্য মৃত্যু, গ্রেফতার চার   
17 Aug 2023, 07:15 PM

হাওড়ার নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্য মৃত্যু, গ্রেফতার চার

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যু কান্ডে অবশেষে গ্রেফতার করা হলো চারজন আবাসিককে। উল্লেখ্য, হাওড়ার দাশনগরের একটি নেশা মুক্তি কেন্দ্রের এক আবাসিক কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে ওই বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রের আবাসিক দের বিরুদ্ধে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। প্রসঙ্গত মঙ্গলবার বাউরিয়ার বাসিন্দা এক যুবককে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। স্নেহনীড় নামে ওই নেশা মুক্তি কেন্দ্রে আবাসিক রয়েছে মোট ৪৭ জন। বাউরিয়ার ওই যুবকের মৃত্যুর পরেই তার পরিবারের পক্ষ থেকে দাশনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। এবং সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ চারজনকে গ্রেফতার করে। এদিকে এই গ্রেপ্তারীর পর খবর সংগ্রহ করতে গেলে হাওড়া আদালত চত্বরে সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই নেশা মুক্তি কেন্দ্রের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে। যদিও প্রকাশ্যে ওই ব্যক্তি কে তা জানাতে চান নি।

বৃহস্পতিবার হাওড়া আদালত কুমার মিত্র ও উদয়ন মাইতি কে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Mailing List