দিল্লি পৌঁছলো মুর্শিদাবাদের জওহর নবোদয় বিদ্যালয়ের মডেল, কিভাবে এলো এই সাফল্য?

দিল্লি পৌঁছলো মুর্শিদাবাদের জওহর নবোদয় বিদ্যালয়ের মডেল, কিভাবে এলো এই সাফল্য?
23 Jan 2023, 01:45 PM

দিল্লি পৌঁছলো মুর্শিদাবাদের জওহর নবোদয় বিদ্যালয়ের মডেল, কিভাবে এলো এই সাফল্য?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: উন্নয়ন কথাটির অর্থ শুধুমাত্র কিছু পরিকাঠামো তৈরি বা অর্থ উপার্জন নয়। পরিবেশ রক্ষা সব থেকে বড় বিষয়। কারণ, মানুষের জীবনযাত্রা নির্ভর করে পরিবেশের উপরেই। আর সেই জীবনযাত্রা পরিবেশের ওপর কতটা প্রভাব ফেলছে? এটা সবার কিন্তু জানা। বর্তমান সমাজে জঙ্গল ধ্বংস করায় মত্ত একদল মানুষ। গ্লোবাল ওয়ার্মিং কথাটা এখন সবার জানা। তাই পরিবেশ বাঁচাতে হলে জীবনযাত্রার পরিবর্তনও জরুরি।

এবার তা নিয়ে তৈরি হল একটি শিল্প কর্ম। যার নাম ‘' Lifestyle for Environment’। যে শিল্প কর্মটি তৈরি হয়েছে ফেলে দেওয়া সামগ্রী দিয়ে। তাতে দেখানো হয়েছে চারটি মুখ। এবং চারটি মুখে চার ধরণের চিন্তাভাবনার প্রকাশ।

প্রথম মুখের প্রকাশ বিষণ্ণতায়। কারণ, পরিবেশের সতর্কতা সম্পর্কে উদ্বেগ রয়েছে। যা সচেতনতার অভাব বোঝায়।

দ্বিতীয় মুখটি কিছুটা হতাশা প্রকাশ করে। মানুষ প্রকৃতি রক্ষার জন্য প্রয়োজনীয় সহযোগিতামূলক প্রচেষ্টা অনুসরণ করার চেষ্টা করছে। আবার উল্টোদিকে রয়েছে সচেতনতার অভাবও। এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার মানুষের দুর্দশাকে আরও বাড়িয়ে তোলে।

তৃতীয় মুখটি অস্থিরতা এবং অস্থিরতার দিকে নিয়ে যাওয়া চিন্তাভাবনাকে দেখায়। যার ফলে মানুষ পরিবেশগত ভারসাম্য বজায় রেখে শান্তিপূর্ণ জীবন যাপন করতে ব্যর্থ।

চতুর্থ মুখটি ইতিবাচক আবেগ এবং জীবনের সন্তুষ্টি জড়িত সুখ দেখায়। এখানকার মানুষ পরিবেশের মধ্যে নিখুঁত ভারসাম্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।

মানুষের জীবন কোন পথে আরও বেশি সুখকর হবে। জীবনযাত্রাকে উন্নত করতে পারবে। প্রকৃতির ব্যবহার কেমন হবে। একটি মডেলের মাধ্যমেই তা তুলে ধরেছেন মুর্শিদাবাদ জওহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ বিশ্বাস ও একাদশ শ্রেণীর ছাত্র মালিক মোহাম্মদ শাহবাজ। তাঁ এবার তাঁদের আর্ট মডেল নিয়ে দিল্লি গেল। যেখানে রয়েছে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান। যেটি হবে আগামি শুক্রবার। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেটা লাইভ সম্প্রচার করা হবে তালকোটর স্টেডিয়াম থেকে। সেখানে হবে একটি প্রদর্শনীও। যেখানে শোভা পাবে বাংলার স্কুলের এই মডেল।

শিক্ষক সোমনাথ বিশ্বাস জানান, মূলত তড়িঘড়ি করে মডেলটা করা হয়। কেননা দিল্লি হেড কোয়ার্টার থেকে ফোন আসে। আমাকে দায়িত্ব দেওয়া হয় পেপার ওয়েস্টজ মেটেরিয়াল দিয়ে মডেল বানানোর। পাটনা রিজিওনের মধ্যে ৮৫ টা স্কুল আছে। সেখান থেকে মুর্শিদাবাদ জওহর নবোদয় বিদ্যালয় আর্ট মডেল নিয়ে পৌঁছেছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আরও কিছু স্কুল অবশ্য অংশ নিয়েছে। বাংলা থেকে মুর্শিদাবাদের স্কুল সেই সূযোগ পাওয়ায় খুশি শিক্ষক, ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা।

Mailing List