হারিয়ে যাওয়া ৩৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মুর্শিদাবাদ পুলিশ

10 Dec 2022, 07:00 PM
হারিয়ে যাওয়া ৩৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মুর্শিদাবাদ পুলিশ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ (Murshidabad District Police)। কয়েকটি থানা 'অপারেশন প্রয়াস' প্রকল্পে ৩৪৩টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে। রাস্তায়, বাজারে, বাসস্ট্যান্ডে – বিভিন্ন জায়গায় কিছু দুষ্কৃতী ঘাপটি মেরে থাকে। সূযোগ পেলেই হাতিয়ে নেয় মোবাইল ফোন। জেলার প্রায় প্রতিটি থানাতেই এমন অভিযোগ আসতে থাকে। পুলিশ তদন্তে নেমে প্রচুর মোবাইল ফোন উদ্ধার করেছে কয়েকদিনে। তারপর সেই সমস্ত মোবাইলের মালিকদের খোঁজ করে। সঠিক মালিকদের হাতে হারিয়ে যাওয়া সেই সমস্ত মোবাইল ফোনগুলি তুলেও দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে বেজায় খুশি সাধারণ মানুষ।


