বিমান চালকের তত্‍পরতায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান

বিমান চালকের তত্‍পরতায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান
03 Apr 2023, 09:41 PM

বিমান চালকের তত্‍পরতায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান। যাত্রীবাহী বিমানটিতে মোট ১১৯ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু ছিলেন। বিমানের ডানদিকের ইঞ্জিনের ব্লেডে আচমকাই ধাক্কা লেগে যায় পাখির। যার জেরে আর একটু হলেই দুর্ঘটনা ঘটতে পারত। তবে বিমান চালকের তত্‍পরতায় রক্ষা পায় বিমানটি।

বিমানবন্দর সূত্রে খবর, সোমবার সকাল ৯টা বেজে ৪০ মিনিট নাগাদ কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার এ আই ৬৭৬ বিমানে চড়ে ১১৭ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু রওনা হন। বিমানটি টেক অফ করার একটু আগে পরীক্ষার সময় দেখা যায় যে বিমানটির ডান দিকের ব্লেড বেঁকে রয়েছে। তত্‍ক্ষণাত পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সমস্ত বিষয় সম্পর্কে অবগত করেন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে বিমানটির মেরামতি চলছে। বিমানে থাকা যাত্রীদের নিচে নামিয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান মুম্বই থেকে কলকাতা আসার পথেই বিমানটির ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। তবে উড়ানের আগেই যেহেতু বিষয়টি ধরা পড়ে গিয়েছে সেই কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি।

Mailing List