সাংসদ সঞ্জীব জানালেন শুভেচ্ছা! পরিণীতি-রাঘব বাগদান সেরে এবার কি বিয়ের পথে?

সাংসদ সঞ্জীব জানালেন শুভেচ্ছা! পরিণীতি-রাঘব বাগদান সেরে এবার কি বিয়ের পথে?
29 Mar 2023, 03:00 PM

সাংসদ সঞ্জীব জানালেন শুভেচ্ছা! পরিণীতি-রাঘব বাগদান সেরে এবার কি বিয়ের পথে?

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আনাচে-কানাচে ফিসফাস, গুনগুন তো ছিলই। এবার সাংসদ সঞ্জীব অরোরার টুইটে জল্পনা তুঙ্গে। বলিউডে খবর রটছে, স্বরা ভাস্করের পথেই নাকি হাঁটছেন পরিণীতি চোপড়া। রাঘব চড্ডার সঙ্গে তাঁর বাগদান সারা। এবার চার হাত এক হওয়ার অপেক্ষা। দুই পরিবারের হাতেগোনা কয়েক জনকে নিয়েই নাকি বাগদান অনুষ্ঠিত হয়েছে। সহকর্মীকে তারই শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জীব। এর পরেই যুগলকে ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গিয়েছে। এরপরেও কি আর বিয়ের গুঞ্জন ছড়াবে না!

সঞ্জীব যুগলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন যে, ‘তোমাদের মিলন সার্থক হোক। পারস্পরিক সাহচর্য আনন্দ, ভালবাসায় ভরে উঠুক।’ রাজনীতিবিদের লেখা এই ‘মিলন’ বা ‘জোট’ শব্দটাই ভাবিয়েছে বলিউডকে। এর থেকেই জল্পনার জন্ম। আরও একবার বলিউড- রাজনৈতিক গাঁটছড়া দেখার অপেক্ষায় সবাই।

রেস্তোরাঁ থেকে দু’জনকে একসঙ্গে বের হতে দেখেন পাপারাৎজিরা। সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি হন পরিণীতি-রাঘব। পরে রাঘব দিল্লিতে পৌঁছনোর পরে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। যদিও পুরোটাই অস্বীকার করেছেন তিনি। বলেছেন, ‘তিনি রাজনীতি নিয়ে উত্তর দিতে পারেন। পরিণীতি চোপড়া নিয়ে নয়। সেখানে বিয়ের কোনও স্থান নেই।’ পরিণীতিও এ ব্যপারে স্পিকটি নট।

Mailing List