জেগে উঠলো মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি, ধোঁয়ায় ঢাকলো ইন্দোনেশিয়ার আকাশ

06 Dec 2022, 01:15 PM

জেগে উঠলো মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি, ধোঁয়ায় ঢাকলো ইন্দোনেশিয়ার আকাশ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আবারও জেগে উঠলো আগ্নেয়গিরি। এবার ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। অগ্নুৎপাত শুরু হয়েছে পূর্ব জাভার মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে।

যে আগ্নেয়গিরি লাভা উদগীরন শুরু হয়েছে সেই মাউন্ট সেমেরু রয়েছে রাজধানী জাকার্তার প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। অগ্ন্যুৎপাতের কারণে পূর্ব জাভার একাধিক রাস্তা এবং বাড়িঘর লাভার ফলে সৃষ্ট ছাইয়ে ঢেকে গিয়েছে। আগ্নেয়গিরির কাছে থাকা গ্রামগুলি থেকে প্রায় দু’হাজার স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অগ্ন্যুৎপাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলিতে। সকলে দৌড়াদৌড়ি শুরু করেন। কারণ, অগ্ন্যুৎপাতের ফলে হঠাৎ সূর্যগ্রহণের মতো ঢেকে যায় চারদিক। তাতেই আতঙ্ক ছড়ায় বেশি। খবর যায় প্রশাসনের কাছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ওই এলাকায় থাকা সমস্ত বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শিবির করে রাখা হচ্ছে সকলকে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে।

 

Mailing List