মাদার মানে ‘মা’, আর্থ মানে ‘পৃথিবী’, বাংলা শিক্ষার হাতেখড়ি হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের

মাদার মানে ‘মা’, আর্থ মানে ‘পৃথিবী’, বাংলা শিক্ষার হাতেখড়ি হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের
26 Jan 2023, 06:00 PM

মাদার মানে ‘মা’, আর্থ মানে ‘পৃথিবী’, বাংলা শিক্ষার হাতেখড়ি হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সরস্বতী পুজোর বিকেলে অভিনব হাতে খড়ি অনুষ্ঠান হল বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এদিন তিনি শিখলেন বাংলা। এই উপলক্ষে সরস্বতী পুজোর দিন বিকেলে রাজভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, থেকে সিপিএমের প্রবীণ নেতা বিমান বসুও উপস্থিত ছিলেন।

সেখানেই রাজ্যপালের হাতে খড়ি হয়। আর হাতেখড়ি দিয়ে বাংলা শিক্ষার সূচনা করেন চতুর্থ শ্রেণির দুই ছাত্রছাত্রী রঞ্জনা বিশ্বাস এবং শুভজিৎ ঢল। দু’জনেই রাজভবন স্কুলের পড়ুয়া। রঞ্জনা শেখালো, মাদার মানে মা। রাজ্যপাল বললেন, মা। আর শুভজিৎ শেখালো আর্থ মানে ভূমি। রাজ্যপাল বললেন ভূমি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গুরুদক্ষিণা হিসেবে রাজ্যপাল তার বেতনের একাংশ কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার হিসেবে দেবেন রাজ্যপাল। প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পুরস্কার হিসেবে যথাক্রমে ওইসব পড়ুয়াদের যথাক্রমে ১ লক্ষ, ৭৫ হাজার, ৫০ হাজার ও ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। রাজ্যপাল সপ্তাহের কাজের দিনগুলোতে এক ঘন্টা করে বাংলা শেখার পরিকল্পনা নিয়েছেন।

এদিকে রাজ্য পাল সিভি আনন্দ বোসের এই হাতে খড়ি কর্মসূচি নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। বিরোধীদের ধারণা ছিল, হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতেখড়ি দেবেন। তা নিয়ে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা। অবশেষে বাংলা শিক্ষার গুরু হিসেবে দেখা দুই খুদে পড়ুয়াকে।  

Mailing List