ভয়ঙ্কর ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো, মৃতের সংখ‌্যা দু’হাজার ছাড়াতে চলেছে

ভয়ঙ্কর ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো, মৃতের সংখ‌্যা দু’হাজার ছাড়াতে চলেছে
10 Sep 2023, 10:00 AM

ভয়ঙ্কর ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো, মৃতের সংখ‌্যা দু’হাজার ছাড়াতে চলেছে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: চারিদিকে শুধু মৃত‌্যুর হাহাকার। মরক্কোর আকাশ-বাতাস জুড়ে স্বজন হারানোর বিলাপ। কেউ খুঁজে বেড়াচ্ছেন নিজের সন্তানকে। কেউ বা নিকট আত্মীয়দের মৃতদেহ বুকে জড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আকাশের দিকে। এমনই পরিস্থিতি মরক্কোতে। শুক্রবার গভীরে রাতে মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে কার্যত ছত্রভঙ্গ হয়ে গেছে গোটা দেশ। রাস্তা-ঘাট ভেঙে চুরমার। মারা গিয়েছেন অসংখ‌্য মানুষ।

সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ‌্যা দু’হাজার পেরিয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে এই সংখ‌্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন প্রায় আটশোর উপর মানুষ।  তাঁদের মধ্যে ২০৫ জনের অবস্থা সংকটজনক। উত্তর আমেরিকার ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় এগারোটা নাগাদ মরক্কোর মারাকাশের ৭২ কিমি দক্ষিণ-পশ্চিমে কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে সাড়ে ১৮ কিমি গভীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। মারাকাশ ছাড়াও পার্শ্ববর্তী উপকূলীয় শহর কাসাব্লাঙ্কা, রাবাত ও এসাওরিতে ভূমিকম্প অনুভূত হয়। প্রথম ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই (১৯ মিনিট) দ্বিতীয়বার ভূমিকম্প আছড়ে পড়ে। ‘আফটার শক’-র পরিমাণ ছিল রিখটার স্কেলে ৪.৯। এই ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানার সঙ্গে সঙ্গে তাসের ঘরের মতো একের এক বাড়ি ভেঙে পড়তে থাকে। ভাঙা বাড়ির নিচে চাপা পড়ে মারা গিয়েছেন অসংখ‌্য মানুষ। চারিদিকে ধ্বংসস্তূপ। প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছে, ধ্বংসস্তূপের তলায় এখনও আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকার্য শুরু হয়েছে। সংবাদসংস্থা জানাচ্ছে, ভূমিকম্পের পর মারাকাশের বিভিন্ন রাস্তায় বিশাল বিশাল ফাটল দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকার বিদু‌্যৎ পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মারাকাশের হাসপাতালগুলিতে এখন আহত মানুষদের ভিড়। ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা এখনও সম্ভব হয়নি। তবে সংবাদসংস্থা জানাচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। সোশ‌্যাল মিডিয়ায় ইতিমধে‌্যই ভূমিকম্পের কিছু ছবি প্রকাশে‌্য এসেছে। সেগুলিতে দেখা যাচ্ছে, মারাকাশের একাধিক বাড়ি নিমিষের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। শহরের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোর পাশে দাঁড়িয়েছে বিশ্বের প্রতিটি দেশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এক্স’ (টুইটারের পরিবর্তিত নাম) -এ মরক্কোর এই বিপর্যয়ে পাশে থাকার কথা ঘোষণা করে বলেছেন, ‘‘মরক্কোয় ভয়ঙ্কর ভূমিকম্পে অসংখ‌্য মানুষের প্রাণহানি ঘটেছে। যা বেদনাদায়ক। এই বিপদের সময় আমি মরক্কোর জনগণের পাশে আছি। মরক্কোর এই কঠিন সময়ে ভারত সবরকম সাহায‌্য করতে প্রস্তুত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, যাঁরা আহত হয়েছেন তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’’ মরক্কোতে এর আগে কখনও এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি। গত ১২ বছরের মধ্যে এটাই সবথেকে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন ভূতত্ত্ববিদরা।

Mailing List