গোটা বিশ্বের সমুদ্রে ১৭১ ট্রিলিয়নও বেশি প্লাস্টিকের টুকরো ভাসছে! সামুদ্রিক জীবন বিপন্নের পথে, জানাচ্ছে নতুন গবষণা

গোটা বিশ্বের সমুদ্রে ১৭১ ট্রিলিয়নও বেশি প্লাস্টিকের টুকরো ভাসছে! সামুদ্রিক জীবন বিপন্নের পথে, জানাচ্ছে নতুন গবষণা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্লাস্টিক দূষণকে কেন্দ্র করে একের পর এক সতর্কবার্তা দিয়ে চলেছেন বিজ্ঞানীরা। বর্তমানে প্লাস্টিক মহাসাগরের ক্ষেত্রে একটি বড় সমস্যা হয়ে উঠছে। নতুন গবেষণা অনুসারে, গোটা বিশ্বের সমুদ্রে ১৭১ ট্রিলিয়নও বেশি প্লাস্টিকের টুকরো ভাসছে। এর সম্মলিত ওজন হবে ২.৩ মিলিয়ন টন!
আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল ১৯৭৯ থেকে ২০১৯ সালের মধ্যে আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও ভূমধ্যসাগর থেকে প্রায় ১২,০০০ নমুনা সংগৃহীত করে তা নিয়ে গবেষণা করেছেন। তাঁরা ২০০৫ সাল থেকে সমুদ্রের প্লাস্টিক দূষণকে কেন্দ্র করে বিভিন্ন গবেষণা করছেন। তবে নতুন গবেষণায় দাবি করা হয়েছে, সঠিক পদক্ষেপ না নিলে বা সাগরে বর্জ্য ফেলা নিয়ন্ত্রণ করা না গেলে ২০৪০ সাল নাগাদ সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ তিন গুণ বেড়ে যাবে।
এ ছাড়া গবেষকরা জানিয়েছেন, বর্তমানে উত্তর আটলান্টিক সাগরে প্লাস্টিকের ঘনত্ব সবচেয়ে বেশি। ভূমধ্যসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর-এর কাছাকাছি অঞ্চলগুলির আরও তথ্য প্রয়োজন। এতে তারা গবেষণা করে সেইসব সাগরে প্লাস্টিকের ঘনত্ব সম্পর্কে জানতে পারবেন।সামুদ্রিক জীবনও এই প্লাস্টিকের কারণে বিপন্ন হওয়ার পথে। তারা এই প্লাস্টিকের বর্জ্যে আটকে যায়। খাবার মনে করে প্লাস্টিক গিলে ফেলে। এতে লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়। প্লাস্টিক শুধু একটি পরিবেশগত বিপর্যয় নয়, প্লাস্টিক একটি বিশাল জলবায়ুগত সমস্যাও। তাই প্লাস্টিক ব্যবহার কমাতে হবে।


