১২ লাখের বেশি পরিযায়ী শ্রমিক দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করালেন

১২ লাখের বেশি পরিযায়ী শ্রমিক দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করালেন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এরাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই ঘটনার পর তিনি এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ডেটাবেস তৈরিরও উদ্যোগ নিয়েছিলেন। সেইমতো এবার দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ শুরু হয়। ১৬ তারিখ ছিল এবারের দুয়ারে সরকার শিবিরের প্রথম পর্ব শেষ হয়েছে। সে পর্যন্ত ১২ লাখের বেশি পরিযায়ী শ্রমিক এবার দুয়ারে সরকার ক্যাম্পে তাদের নাম নথিভুক্ত করিয়েছেন।
এবারের দুয়ারে সরকারে যে ৭ টি সরকারি প্রকল্পের সুবিধা নিতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সেগুলি হল-বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (২৬ লক্ষ), ঐক্যশ্রীর জন্য আবেদন জমা পড়েছে ১২ লক্ষ, পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তিকরণ হয়েছে ১২ লাখ ১৫ হাজার। এবার দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন পড়েছে ৬ লাখ ৮৮ হাজার, স্বাস্থ্য সাথীতে আবেদন করেছেন ৪ লক্ষ ৮১ হাজার জন। বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তিন লক্ষ ৪২ হাজার। দুয়ারে সরকার শেষ হলেও পরিযায়ী শ্রমিকদের নাম নথি ভুক্তিকরণের প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে। পরিযায়ী শ্রমিকেরা চাইলে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও তাদের নাম নথিভুক্তিকরণ করাতে পারেন।


