আগামি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য আরও কড়া ব্যবস্থা, নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের

আগামি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য আরও কড়া ব্যবস্থা, নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের
11 Nov 2023, 07:22 PM

আগামি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য আরও কড়া ব্যবস্থা, নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা আরো নিশ্চিদ্র করতে মধ্যশিক্ষা পর্ষদ ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজার কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। আলিপুরদুয়ার ও ঝাড় গ্রামের মতো যেসব জেলায় একটি করে মহকুমা রয়েছে সেখানে দুই সদস্যের কমিটি গঠন করা হবে। অপরদিকে একাধিক মহকুমা রয়েছে যেখানে সেখানে পৃথক মহকুমার জন্য আরো একজন করে ডিএন এসি সদস্য নিয়োগ করা হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য এবার কনভেনার জয়েন্ট কনভেনার এবং অ্যাডিশনআল ভেনু সুপারভাইজার এর পাশাপাশি ইমার্জেন্সি রেসপন্স টিম রাখা হবে। পর্ষদ সচিব এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন ডিস্ট্রিক্ট মনিটরিং টিম ডিএনএসি   এবং ইআরটি সদস্যদের ১০০০ টাকা করে ভাতা দেয়া হবে।

Mailing List