চাঁদের দেখা পেল চন্দ্রযান, কক্ষপথ থেকে ছবি পৌঁছল ইসরোয়

চাঁদের দেখা পেল চন্দ্রযান, কক্ষপথ থেকে ছবি পৌঁছল ইসরোয়
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে । চাঁদে পৌঁছতে আর অল্প পথ। এরপরই আসবে সেই ঐতিহাসিক মুহূর্ত। তবে তার আগে সারা হল চন্দ্রদর্শন। একেবারে গা ঘেঁষে থাকা অবস্থায় চাঁদের ছবি তুলল চন্দ্রযান-৩। প্রথমবার কাছ থেকে চাঁদের যে রূপ চন্দ্রযান-৩ (Chandrayan2)-এর ক্যামেরায় ধরা পড়েছে তা প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
রাতে টুইটে ইসরোর তরফে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে চাঁদকে (Moon)ধূসর গোলকের মতো দেখাচ্ছে। এবড়ো খেবড়ো চন্দ্রপৃষ্ঠ, বিরাট আকারের গহ্বরগুলিও স্পষ্ট ধরা পড়ছে।
শনিবার সন্ধে ৭টা ১২ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। সেইসময় ওই ছবি তোলা হয় বলে ইসরোর তরফে জানানো হয়েছে।
এখনও পর্যন্ত অভিযান মসৃণভাবেই এগোচ্ছে বলে জানিয়েছে ইসরো। তবে নিরাপদে চাঁদের মাটি ছোঁয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব ঠিক থাকলে ২৩ তারিখ বিকেল ৫টা ৪৭ মিনিটে চন্দ্রযানের ঐতিহাসিক অবতরণ হওয়ার কথা। তাহলেই ইতিহাস তৈরি হবে।


