Moon:অক্সিজেনের হদিস পেল প্রজ্ঞান,কী কী মিলল জানাল ইসরো

Moon:অক্সিজেনের হদিস পেল প্রজ্ঞান,কী কী মিলল জানাল ইসরো
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বড় সাফল্য পেল প্রজ্ঞান! চাঁদের দক্ষিণ মেরুতে মিলল অক্সিজেনের অস্তিত্ব। এক্স (টুইটার) হ্যান্ডলে এই খবর জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অক্সিজেনের (Oxygen)পাশাপাশি সালফার, অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকনের অস্তিত্বও মিলেছে। এটা নিশ্চিত করেছে প্রজ্ঞান। এবার চাঁদে হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে । চাঁদে ওই সমস্ত ধাতুর অস্তিত্ব এবং বিশেষ করে অক্সিজেনের হদিস মেলায় তা মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
প্রসঙ্গত, ২৩ আগস্ট, বুধবার সন্ধ্যা ৬টা ৪মিনিটে চাঁদের মাটিতে পা রেখেছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার (Lander) বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুর কাছে যে অংশে ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে, আগে অন্য কোনও দেশ সেখানে পৌঁছতে পারেনি। এলআইবিএসের মাধ্যমেই চাঁদের বুকে সালফার সহ বেশ কিছু খনিজের হদিস পেয়েছে প্রজ্ঞান।


