শিক্ষক দিবসেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, চলতি বছরেও দশ লক্ষের বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে স্মার্ট ফোন দেবে রাজ্য

শিক্ষক দিবসেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, চলতি বছরেও দশ লক্ষের বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে স্মার্ট ফোন দেবে রাজ্য
আনফোল্ড বাংলা প্রতিবেদন: চলতি বছরেও দশ লক্ষের বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে স্মার্ট ফোন বা ট্যাব কিনতে অর্থ সহায়তা করবে রাজ্য সরকার। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে পড়ুয়াদের একাউন্টে টাকা পাঠানো শুরু করা হবে বলে নবান্নে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে এই অর্থ সাহায্যের প্রক্রিয়া শুরু করবেন।
উল্লেখ্য করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসে যাতে সমস্ত পড়ুয়ারা অংশ নিয়ে পড়াশুনা করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে সাড়ে ৯ লক্ষ ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এপর্যন্ত প্রতিবছরই ওই প্রকল্পে অর্থসাহায্য করছে রাজ্য সরকার।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে যে সমস্ত পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, তাঁদেরই এ বার ১০ হাজার টাকা করে মোবাইল, ট্যাব ও কম্পিউটার কিনতে আর্থিক সাহায্য দেওয়া হবে। সরকারি, সরকার অনুমোদিত ও সরকার পোষিত স্কুলে উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের এই আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে স্কুলে স্কুলে গিয়ে আর্থিক সাহায্য দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নেওয়ার পাশাপাশি তাদের পাসবইয়ের কপিও নেওয়া হয়েছে।


