অভিনব পদ্ধতিতে এটিএম থেকে টাকা গায়েব, বালি থানায় গ্রেফতার যুবক

অভিনব পদ্ধতিতে এটিএম থেকে টাকা গায়েব, বালি থানায় গ্রেফতার যুবক
31 Aug 2023, 07:15 PM

অভিনব পদ্ধতিতে এটিএম থেকে টাকা গায়েব, বালি থানায় গ্রেফতার যুবক

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

অভিনব উপায়ে এটিএম থেকে টাকা গায়েবের তদন্তে নেমে এক জালিয়াতকে গ্রেফতার করলো পুলিশ। জানা গিয়েছে, গত ২৫ আগস্ট বালি এসবিআই শাখার ম্যানেজার বালি থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন যে কিছু দুষ্কৃতি এটিএমএর নগদ তোলার অংশে অজ্ঞাত ধরণের ডিভাইস ব্যবহার করছে। আর যার ফলে ব্যবহারকারী  গ্রাহকদের টাকা একাধিকবার উঠে যাচ্ছে। ফলে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। কারণ, ব্যবহৃত অর্থ ডিভাইসের পিছনে আটকে যায় এবং ওই যন্ত্রটি অপসারণের পর টাকা হাতিয়ে নেয় অপরাধীরা। এই ঘটনার তদন্ত শুরু করে বালি থানা মঙ্গলবার রাতে তিলজলা থানা এলাকা থেকে মোঃ সাহিল (34) নামের একজনকে ধরে। পুলিশ জানিয়েছে, এটিএম ব্যবহারকারীকে প্রতারণা করার জন্য ওই ডিভাইসটি ইনস্টল করেছিল ওই যুবক। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে একাধিক ব্যক্তি। ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার ও টাকা এবং ডিভাইস উদ্ধার অভিযানে নেমেছে বালি থানার পুলিশ।

Mailing List