মোহনবাগানে স্পোর্টস লাইব্রেরি, জিম, হবে নতুন গেটও, কাদের নামে হবে সব

মোহনবাগানে স্পোর্টস লাইব্রেরি, জিম, হবে নতুন গেটও, কাদের নামে হবে সব
25 Jan 2023, 02:33 PM

মোহনবাগানে স্পোর্টস লাইব্রেরি, জিম, হবে নতুন গেটও, কাদের নামে হবে সব

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: মোহনবাগান ক্লাবে এবার হতে চলেছে ক্রীড়া গ্রন্থাগার। তাছাড়াও নবরূপে আসছে জিম। তৈরি করা হবে গেটও। ক্লাব সূত্রে জানা গিয়েছে, দ্রুত সেগুলি কার্যকরী করা হবে।

ক্রীড়া লাইব্রেরির নাম হবে 'মোহনবাগান স্পোর্টস লাইব্রেরি'। ২১ ফেব্রুয়ারি বিশিষ্ট সাহিত্যিক এই গ্রন্থাগারের উদ্বোধন করবেন। সাহিত্যিকের নাম বলা হয়নি। মনে করা হচ্ছে করতে পারেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিংবা শঙ্কর।

জিমের নামকরণ হবে কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের নামে। উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে তাঁর পরিবারের সদস্যদের। চুনী গোস্বামীর নামে গেটের সূচনা অনুষ্ঠান হবে মার্চ মাসে।

গত বছর কন্যাশ্রী কাপে মেয়েদের দল গঠনের বিষয়ে কথা বলেছিলেন বাগান সচিব। তবে পরিকাঠামোয় গলদ থাকায় তা সম্ভব হয়নি। এবছর মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী অন্য দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মহামেডান কন্যাশ্রী কাপ খেলছে। তাই পিছিয়ে থাকতে চাইছে না সবুজ মেরুন। অন্যদিকে মেয়েদের আই লিগেও দল নামানোর চিন্তাভাবনা করছে মোহনবাগান।

Mailing List