মোহনপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিরোধীরা জায়গায় পেল না, জয়ী তৃণমূল

মোহনপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিরোধীরা জায়গায় পেল না, জয়ী তৃণমূল
20 Mar 2023, 09:28 PM

মোহনপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিরোধীরা জায়গায় পেল না, জয়ী তৃণমূল

 

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের পূর্বমোহনপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট  ৯ টি আসনের মধ্যে  তিনটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায়  জয় লাভ করে। বাকি ছ'টি আসনে সোমবার ভোট হয়। ওই ছয় টি আসনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত ছয় জন, বিজেপি সমর্থিত ছয় জন এবং সিপিএম সমর্থিত দুজন প্রার্থী ছিল। মোট ভোটার ছিল 706 জন , ভোট দিয়েছেন ৬০৩ জন ভোটার। সোমবার টানটান উত্তেজনার মধ্য দিয়ে পূর্ব মোহনপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় সমিতির কার্যালয়ে। বিশাল পুলিশি পহরায় নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। ভোট গণনার প্রথম থেকেই এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস সমর্থিত ৬ জন প্রার্থী। ভোট গণনার শেষে দেখা যায় বিজেপি ও সিপিএম প্রার্থীদের পরাস্ত করে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।

তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী হরিহর কর পেয়েছেন ৩৭৭ টি ভোট, হিমাংশু শেখর সুর পেয়েছে ৩৭০ টি ভোট, পশুপতি কর ৩৬৬ টি ভোট, সত্য রঞ্জন মিশ্র ৩৭৬ ভোট, কনক কর মহাপাত্র ৩৫৪ ভোট ও সন্তোষ পাল ৩৪৩ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যার ফলে পূর্বমোহনপুর কৃষি উন্নয়ন সমিতির নটি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। অপরদিকে বিজেপির ৬ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে ১৯৭ টি। সিপিএম দলের দুজন প্রার্থী কোনরকম দাগ কাটতে পারেনি তাদের একজন পেয়েছে ৩৬ টি আর একজন পেয়েছে ১৮ টি ভোট। বিপুল ভোটে পূর্বমোহনপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সবুজ আবির মাখিয়ে জয়ী নয় জন প্রার্থী কে ফুলের মালা পরিয়ে এলাকায় মিছিল করে।

তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ সমবায় ব্যাংকের চেয়ারম্যান প্রদীপ কুমার পাত্র বলেন এই জয় মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় এলাকার সমবায়ী মানুষের জয়। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি ও সিপিএম লাগাতার কুৎসা ও অপপ্রচার করেছিল। তাদের কুৎসা ও অপপ্রচারের জবাব মানুষ দিয়েছে। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে ,আগামী দিনেও থাকবে। তৃণমূল কংগ্রেস সমর্থিত নয় জন প্রার্থী কে জয়ী করার জন্য তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি বলেন পূর্ব মোহনপুর কৃষি উন্নয়ন সমিতি এই এলাকার মানুষের উন্নয়নে যেভাবে  আগে কাজ করেছিল আগামী দিনেও সেই ভাবে কাজ করবে। সেই সঙ্গে তিনি জয়ী নয় জন জয়ী প্রার্থী কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং পূর্ব মোহনপুর কৃষি উন্নয়ন সমিতির উন্নয়ন এর ধারাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কাজ করার আহ্বান জানান।

Mailing List