মিনি ডার্বিতে জয় পেল মহমেডান, জোড়া গোল ডেভিডের

মিনি ডার্বিতে জয় পেল মহমেডান, জোড়া গোল ডেভিডের
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: কলকাতা লিগে মহমেডান স্পোর্টিংয়ের কাছে ১-২ গোলে হারল ইস্টবেঙ্গল। সাদা-কালো ব্রিগেডের হয়ে দু'টি গোলই করেন ডেভিড লালানসাঙ্গা।পর পর দু'ম্যাচ জিতে কলকাতা লিগে নিজেদের জায়গা অনেকটাই মজবুত করে ফেলল মহমেডান।সুপার সিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে, খেতাবের আরও কাছে এগিয়ে গেল আন্দ্রে চের্নিশভের টিম। বিনো জর্জের শিষ্য়রা কোথাও যেন একটু পিছিয়ে পড়লেন এই হারের পর। বিনো ম্যাচের আগে বলেছিলেন যে, চের্নিশভের দল অত্য়ন্ত ভালো। মিনি ডার্বিতে জোর লড়াই হবে। বাস্তবে হল সেটাই
৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় সাদা কালো জার্সিধারীরা। মহমেডান সুযোগ খুঁজছিলই। আর সেই সুযোগটাই পেয়ে গেলেন ডেভিড।লালরেমসাঙ্গার বাড়ানো বল ধরে আলতো টোকায় গোল করে ফেললেন ডেভিড। সাদা কালোর এই পাহাড়ী স্ট্রাইকার লিগের শুরু থেকেই উজ্জ্বল, ব্যতিক্রম হল না ইমামি ইস্টবেঙ্গল ম্যাচেও। ৩৯ মিনিটে লাল হলুদ রক্ষণকে বোকা বানিয়ে গোল করলেন ডেভিডই।
৬০ মিনিটে এই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি নন্দকুমার। ডুরান্ডে মোহনবাগান এসজির পর মহমেডানের বিরুদ্ধে ডার্বিতেও গোল করলেন নন্দকুমার।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে খানিকটা সময় কিছুটা অগোছালো দেখাচ্ছিল সাদা কালো ব্রিগেডকে। তখনই সমতা ফেরানোর সহজ সুযোগ ছিল ইস্টবেঙ্গলের কাছে। কিন্তু একক দক্ষতায় গোল করার লোকের অভাব এবং দলের ফুটবলারদের সামগ্রিক ব্যর্থতায় জয় তো দূরে থাক, ড্র-ও করতে পারল না তাঁরা।
৩০ মিনিটের বেশি ১০ জনে খেলে মহমেডান। ফলে গোল করার অনেক সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারা। গোল করার লোকের অভাব টের পেল লাল-হলুদ।


