আই লিগে জয়ের ধারা বজায় রাখ‌ল মহমেডা‌ন, টানা চার ম্যাচে জয়

আই লিগে জয়ের ধারা বজায় রাখ‌ল মহমেডা‌ন, টানা চার ম্যাচে জয়
21 Nov 2023, 06:12 PM

আই লিগে জয়ের ধারা বজায় রাখ‌ল মহমেডা‌ন, টানা চার ম্যাচে জয়

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আই লিগে টানা চার ম্যাচে জয় পেল মহমেডান। এদিন দুই বিদেশি কাশিমভ ও অ্যালেক্সিস গোমেজকে ছাড়াই খেলতে নামে মহামেডান। হার্নান্ডেজ গোল করে মহামেডান স্পোর্টিংকে এগিয়ে দেন। আঙ্গৌসানা দ্বিতীয় গোলটি করেন। উল্লেখ্য, দিল্লি এফসি-র বিরুদ্ধে লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে বিশ্রী ব্যবহার করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এই দুই বিদেশিকে ছাড়াই সাদা-কালো শিবির এদিন জিতল।

ইন্টার কাশীতেই এবার সই করেছেন গতবার ইস্টবেঙ্গলে খেলা সুমিত পাসি, আইএসএল খেলা অভিজ্ঞ গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের মতো ফুটবলাররা। তবে এই ম্যাচে নামার আগে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভের চিন্তা ছিল মাঠ নিয়ে। এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হয়নি। মাঠ পুরোপুরি তৈরি নয় বলে জানিয়েছিলেন চেরনিশভ। তবে আপাতত সে সব চিন্তা ছেড়ে জয় পেল দল।

এদিকে, ভুবনেশ্বরে অ্যাকাডেমি উদ্বোধনের পাশাপাশি ওডিশা সরকারের সঙ্গে একটি ম স্বাক্ষরও করা হল। আর্সেনালের প্রাক্তন কোচ তথা ফিফার গ্লোবাল ডেভেলপমেন্ট কমিটির প্রধান আর্সেন ওয়েঙ্গার বলছেন, ‘আমাদের কাজই হল ভারতে ফুটবল প্রতিভা চিহ্নিত করা। সেরা প্রতিভাদের একত্রিত করা এবং তাদের পরিচর্যা করা। প্রতিযোগিতা মূলক ফুটবলের জন্য তাদের প্রস্তুত করতে হবে। এর জন্য চাই প্রয়োজনীয় ফুটবল শিক্ষা। মূল লক্ষ্য থাকবে এই খনি থেকে প্রতিভা তুলে আনা।’ তিনি আরও বলেন, 'ভারতীয় ফুটবল সোনার খনি। প্রয়োজন সেই প্রতিভাকে তুলে ধরা। আমরা যদি পরিশ্রম করতে পারি, ভারতীয় ফুটবলের উন্নতি নিশ্চিত ভাবেই সম্ভব'। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, 'ওয়েঙ্গারের মতো ব্যক্তিত্বকে কাছে পেয়ে আমরা সম্মানিত এবং গর্বিত। ফুটবল নিয়ে তাঁর অভিজ্ঞতা ব্যাখ্যা করার ভাষা নেই। আমি শুধু এটুকুই প্রার্থনা করবো, ভারতে প্রতিভা খোঁজার বিষয়ে দীর্ঘমেয়াদী সহযোগিতা পাবো'।

Mailing List