গুজরাতে আজ শেষ দফার নির্বাচনে ভোট দিলেন মোদি, শুরু হল বিতর্ক

গুজরাতে আজ শেষ দফার নির্বাচনে ভোট দিলেন মোদি, শুরু হল বিতর্ক
05 Dec 2022, 01:39 PM

গুজরাতে আজ শেষ দফার নির্বাচনে ভোট দিলেন মোদি, শুরু হল বিতর্ক

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আজ সোমবার গুজরাত বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ পর্ব। তবে এই আবহেই প্রার্থী অপহরণের অভিযোগ তুলেছে কংগ্রেস। নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে আহমেদাবাদের নিশান পাবলিক স্কুলের ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী। তবে, তাঁর ভোটদান নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এদিন কিছুটা দূর থেকে হেঁটে ভোটকেন্দ্রে যান মোদি। স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমে যায়। ফলে মোদির হেঁটে ভোট দিতে যাওয়াটা কার্যত রোড শোতে পরিণত হয়। প্রধানমন্ত্রীকে দেখা যায় হাত নেড়ে সাধারণ মানুষকে সম্বোধন করতে।

এরপরই স্বাভাবিক ভাবে প্রশ্ন ওঠে গিয়েছে, ভোটের দিন এভাবে রোড শো করাটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার পর্যায়ে পড়ে কিনা? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মোদি বিরোধী নেত্রীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিজেপির তরফে জানানো হয়েছে, সোমবার দিল্লিতে জি-২০ বৈঠক ছাড়াও দলীয় সভা রয়েছে। প্রধানমন্ত্রী সকালে ভোট দিয়ে দিল্লি ফিরে যাবেন। ভোট দেওয়ার কথা নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির। গান্ধিনগরে তাঁর ভোট দেওয়ার কথা থাকলেও প্রবীণ নাগরিক হিসাবে অন‌্যদের মতো তাঁর বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করেছে কমিশনের আধিকারিকরা। অমিত শাহ আমেদাবাদে ভোট দেবেন। তবে দলের বৈঠক থাকায় মোদি ও শাহ দু’জনেই সকালে ভোট দিয়ে দিল্লি ফিরে যান। এদিনই দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষনেতৃত্বের উপস্থিতিতে ২৪-এর লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিতর্ক আরও আছে। রবিবারই রাহুল গান্ধি টুইট করেছিলেন, তাঁদের প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। হামলার পর সেই প্রার্থী নিখোঁজ। এবার বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলেন কংগ্রেসের বিদায়ী বিধায়ক কান্তি খারাডি। উত্তর গুজরাতের বানাসকাঁথা জেলার দান্তা আসনের জনজাতি প্রার্থী দাবি করেছেন, বিজেপি প্রার্থী লাধু পারঘি তাঁর উপর অত্যাচার চালিয়েছে। তবে গেরুয়া শিবির এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Mailing List