প্রত্যন্ত এলাকার ক্রীড়াবিদদের সাফল্যের কথা শোনালেন মোদী

প্রত্যন্ত এলাকার ক্রীড়াবিদদের সাফল্যের কথা শোনালেন মোদী
15 Aug 2023, 02:30 PM

প্রত্যন্ত এলাকার ক্রীড়াবিদদের সাফল্যের কথা শোনালেন মোদী

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ফুটবল, ক্রিকেট হোক বা হকি জাতীয় দলের প্রতিনিধিত্ব এখন শুধু নাগরিক সমাজের মধ্যেই সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন কোনা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদরা উঠে অসছেন। তাঁরাই‌ আন্তর্জাতিক মঞ্চে দেশকে পদক এনে দিচ্ছেন।

একইসঙ্গে এই সমস্ত ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করে নরেন্দ্র মোদী বলেন, ‘দারিদ্রের সঙ্গে লড়াই করে মানুষ হওয়া ছেলেমেয়েরাই খেলার দুনিয়ায় তাঁদের প্রতিভার পরিচয় দিচ্ছেন। খেলাধুলোয় এগোচ্ছে দেশ। দেশের তরুণ খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্সে দেশের সম্মান বাড়াচ্ছে।”

এছাড়াও মোদী উল্লেখ করেছেন সেইসব অ্যাথলিটদের কথা যাঁরা ঝুপড়িতে থেকে এসে খেলাধুলায় সাফল্য অর্জন করছেন। প্রধানমন্ত্রী বলেন, “যে কোনও দেশের মানুষের গর্বে বুক ফুলে যায় যখন কেবল মেট্রো সিটির সম্ভ্রান্ত পরিবারই নয়, ঝুপড়িতে থাকা ছেলেমেয়েরাও খেলাধুলোয় সাফল্য অর্জন করেন। তিনি বলেন, “সময় বদলেছে। দেশের কোনায় কোনায় ঝুপড়ি থেকে প্রতিভা বের হয়ে আসছে। সম্প্রতি ভারত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে রেকর্ড ১১টি সোনা-সহ ২৬টি পদক জিতেছে। কষ্ট করে মানুষ হওয়া ছেলেমেয়েরাই খেলার দুনিয়ায় পরাক্রম দেখাচ্ছে। খেলাধুলোয় এগোচ্ছে দেশ। দেশের তরুণ খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্সে দেশের সম্মান বাড়াচ্ছে।”

দেশে সুযোগের অভাব নেই। দেশের অফুরন্ত সুযোগ দেওয়ার ক্ষমতা রয়েছে', ভারতের যুবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন। মোদীর কথায়, দেশের যুবাদের প্রতি মোদীর বার্তা, ‘শিশুরা স্যাটেলাইট তৈরি করতে সক্ষম হচ্ছে। দেশের তরুণদের বলতে চাই, সুযোগের অভাব নেই, কত সুযোগ চাও? আকাশের চেয়েও বেশি সুযোগ দেওয়ার ক্ষমতা এই দেশের আছে।’

Mailing List