বিশ্বকাপে হারের পর ভারতীয় দলকে ভোকাল টনিক দিলেন মোদী

বিশ্বকাপে হারের পর ভারতীয় দলকে ভোকাল টনিক দিলেন মোদী
21 Nov 2023, 05:55 PM

বিশ্বকাপে হারের পর ভারতীয় দলকে ভোকাল টনিক দিলেন মোদী

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ হারের পর ভারতীয় দলকে প্রধানমন্ত্রীর ভোকাল টনিক। মাঠে বসে রোহিতদের খেলা দেখেছিলেন প্রধানমন্ত্রী মোদীও। অস্ট্রেলিয়ার হাতে তুলে দিয়েছেন বিশ্বকাপও। কিন্তু রোহিতদের ছলছল চোখ দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি মোদীও। তিনিও তো এই দেশেরই নাগরিক। খেলা শেষের পর সোজা চলে গেছিলেন রোহিতদের সাজঘরে। রোহিতদের দেন পেপ-টক, ওই করুণ মুখগুলোতেও এনে দিয়েছিলেন এক চিলতে হাসি। মোদীর সঙ্গে ক্রিকেটারদের কথোপকথনের ভিডিয়ো প্রকাশ্য়ে এসেছে। যা দেখলে গর্ব হবে আপনার।রোহিত ও বিরাট, দুই মহারথীকে দুই পাশে ডেকে নেন প্রধানমন্ত্রী। তাঁদের কাঁধে হাত রেখে বলেন, "দশটা দুর্দান্ত ম্যাচ জিতে তোমরা এখানে এসেছ। গোটা দেশ তোমাদের দিকে তাকিয়ে রয়েছে। এবার একটু হাসো ভাই।" নরেন্দ্র মোদীর কথায় যন্ত্রণাক্লিষ্ট মুখেও জোর করে হাসি ফোটানোর চেষ্টা করতে দেখা যায় রোহিত শর্মাকে।

বিরাট কোহলি, রোহিত শর্মা এবং তারপর মহম্মদ শামিকে কাছে টেনে নিয়ে তিনি সান্ত্বনা দেন। তারকা ফাস্ট বোলার যসপ্রীত বুমরার সাথে তিনি গুজরাটি ভাষায় কিছু হালকা ইয়ার্কিও করেন। তারপর তিনি বলেন যে এমনটা হওয়া খুবই স্বাভাবিক। সবসময় কেউ জিততে পারে না। গোটা দশটা ম্যাচ জিতে তারা ফাইনালে পৌঁছেছিল এবং এই জন্য ভারতীয় ক্রিকেটারদের নিজেদের প্রতি আস্থা বজায় রাখতে উপদেশ দিয়েছেন তিনি।টুর্নামেন্টের সমস্ত ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনালে হারের সম্মুখীন হতে হল অস্ট্রেলিয়ার কাছে। স্বভাবতই হারের ধাক্কায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল দলের সকলে।

Mailing List