ভাইরাস-ব্যাকটেরিয়ার চরিত্র বদল, চিহ্নিত করতে স্বাস্থ্য দফতরের মডেল কর্মসূচি

ভাইরাস-ব্যাকটেরিয়ার চরিত্র বদল, চিহ্নিত করতে স্বাস্থ্য দফতরের মডেল কর্মসূচি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বিভিন্ন ভাইরাস-ব্যাকটেরিয়ার চরিত্র বদল চিহ্নিত করতে স্বাস্থ্য দফতর মডেল কর্মসূচি গ্রহণ করেছে। রূপ বদল করা রোগ জীবাণু বা সুপারবাগ চিহ্নিত করতে গোটা রাজ্যের বিভিন্ন স্তরের সরকারি হাসপাতালে হাব এবং স্পোক মডেলে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে ১৬টি মেডিক্যাল কলেজ বা হাবকে যুক্ত করা হচ্ছে ৮৩টি মহকুমা, জেলা, স্টেট জেনারেলের মতো মাঝারি স্তরের হাসপাতালের সঙ্গে। এসব মাঝারি হাসপাতাল বিভিন্ন রোগীর নমুনা বড় হাসপাতালে পাঠাবে। বড় হাসপাতালগুলি তা পরীক্ষা করার পর এ সংক্রান্ত তথ্য সরকারি অনলাইন তথ্যভাণ্ডারে আপলোড করবে। মাঝারি হাসপাতালগুলিতেও তা পাঠানো হবে। একই সঙ্গে ওই হাসপাতালগুলির চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।


