অন্তর্বাসে ধরা দিলেন মডেল অধরা, হার্টবিট বাড়লো যুবক থেকে আশির

অন্তর্বাসে ধরা দিলেন মডেল অধরা, হার্টবিট বাড়লো যুবক থেকে আশির
আনফোল্ড বাংলা প্রতিবেদন: অন্তর্বাস নিয়ে কম বিতর্ক হয়নি। জামা বা শাড়ির ফাঁকে অন্তর্বাসের সামান্য অংশ উঁকি মারলেও শত শত পুরুষের চোখ আটকে যায় সেখানেই। তা নিয়ে অনেক সময় কটু কথাও বলতে শোনা যায় মহিলাদের উদ্দেশ্যে। তার প্রতিবাদও আসেনি এমন নয়। সেলিব্রিটিরাই তার প্রতিবাদ করেছেন। এমনকী, অন্তর্বাসের স্ট্র্যাপ বের করে ছবি তোলা থেকে নানা পোজে ছবি দিয়েই প্রতিবাদ জানিয়েছেন।
এবার অন্তর্বাসে ধরা দিলেন মডেল অধরা। নিজেকে আকর্ষনীয় করে তুলে ধরতে অন্তর্বাস যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বলার অপেক্ষা রাখে না। এখন সেটি শুধুই আর ব্যক্তিগত বা গোপন হিসেবে চিহ্নিত নয়। বরং তার প্রকাশ ভঙ্গিমা একজনকে মোহময়ী করে তোলে। বিশেষত, উঠতি মডেল বা মডেল হওয়ার ইচ্ছে যাঁদের রয়েছে, তাদের ক্ষেত্রে তো এমন ফোটো শ্যুট নিশ্চয় ভালো লাগবে। মিলতে পারে টিপসও। কারণ, মডেল হতে ইচ্ছে রয়েছে, অথচ ফোটো শ্যুয় সম্বন্ধে অনভিজ্ঞ এমন অনেকেই রয়েছেন। কিভাবে নিজেকে মেলে ধরতে হয় তা জানেন না। তাঁদের কাছে অধরার এই ছবিগুলি শিক্ষনীয় হয়ে উঠতে পারে।
এছাড়াও অনেকেই নিজের সঙ্গীর কাছে নিজেকে আকর্ষনীয় করে তোলার ক্ষেত্রে সমস্যায় পড়েন। কিভাবে নিজেকে আকর্ষনীয় করবেন তা বুঝে উঠতে পারেন না। অথচ, এটা বুঝতে পারেন, তাঁর পুরুষ সঙ্গী নতুন কিছু চাইছে। অথচ তিনি তা দিতে পারছেন না। তাঁরা অধরার এই ছবি অনেক কিছুই বুঝতে পারবেন বলে সকলের আশা। এবার দেখে নেওয়া যাক অধরার সেই সব ছবি। যা যুবক থেকে আশি বছরের বৃদ্ধদেরও হার্টবিট বাড়িয়ে দিয়েছে।
কী, এই ছবি দেখে আপনারও হার্টবিট বাড়লো কিনা? পেলেন নাকি কিছু টিপস?


