নির্দেশ বুঝতে ভুল, সশরীরের আদালতে ক্ষমা চাইলেন এসএসসির চেয়ারম্যান

নির্দেশ বুঝতে ভুল, সশরীরের আদালতে ক্ষমা চাইলেন এসএসসির চেয়ারম্যান
আনফোল্ড বাংলা প্রতিবেদন: আদালত অবমাননার মামলায় শুক্রবার সশরীরে আদালতে হাজিরা দিয়ে ক্ষমা চাইলেন এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ২০১১ সালের উচ্চ প্রাথমিকের টেট-এ সিলেবাসের বাইরের প্রশ্ন এবং ভুল প্রশ্নের অভিযোগ উঠেছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ওই প্রশ্নের জন্য বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ উঠে সেই নির্দেশের পরও নম্বর দেওয়া হয়নি। তারপরই কমিশনকে ভর্ৎসনা করে চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত।
সেই নির্দেশ পেয়েই শুক্রবার আদালতে হাজির হন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আদালতে ক্ষমা চেয়ে নিয়ে চেয়ারম্যান বলেন, আদালতের নির্দেশ বুঝতে ভুল হয়েছিল। এরপরই আগামী সপ্তাহ পর্যন্ত মামলা স্থগিত রাখার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। এদিন কমিশনের চেয়ারম্যান আদালতে বলেন, আদালতের নির্দেশের ব্যাখ্যা করতে আমাদের ভুল হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে খতিয়ে দেখা হয়েছে ওইসব খাতা। ইংরেজি ও চাইল্ড ডেভলপমেন্ট ও পেডাগগি বিভাগের খাতা খতিয়ে দেখে তাঁরা রিপোর্ট দিয়েছেন। যাদবপুরের বিশেষজ্ঞদের সবে বৃহস্পতিবার রাতেই তিনি পেয়েছেন। ফলে সবটা এখনও তাঁর খতিয়ে দেখা হয়নি। কমিশনের এই বক্তব্যের ভিত্তিতে সবটা খতিয়ে দেখার জন্য শুক্রবার পর্যন্ত মামলা স্থগিত করে দেন বিচারপতি। এই সময়ের মধ্যে কমিশন খতিয়ে দেখবে এক্সপার্টদের রিপোর্ট।


