মিশন মহারাষ্ট্র!

মিশন মহারাষ্ট্র!
ফের বাহুবলী রাজনীতি। করোনার করাল গ্রাসে সারা দেশ ব্যতিব্যস্ত। প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। দেশের সাধারণ মানুষকে চরম উৎকন্ঠায় থাকতে হচ্ছে প্রতিমুহূর্তে। কিন্তু ক্ষমতার ইঁদুর দৌড়ে খামতি নেই। ইতিমধ্যেই মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারকে দলবদলের সংখ্যাতত্ত্বে পিছনে ফেলে বিজেপি সরকার দখল করেছে। এরপর সম্প্রতি রাজস্থানের ওপর থাবা বসাতে গিয়ে আপাতত পিছু হঠতে হয়েছে। তবু গেরুয়া শিবির বসে নেই। এবার তাদের লক্ষ্য মহারাষ্ট্রের জোট সরকারের দিকে। এনডিএ সরকারের জোট সঙ্গী রিপাবলিকান পার্টি অব ইণ্ডিয়ার নেতা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়ালের হুঙ্কার, এবার মিশন মহারাষ্ট্র। তিনি বলেন, মহারাষ্ট্রের শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট সরকার বেশিদিন নেই। ওই সরকার পড়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। তিনি নিশ্চিত, মহারাষ্ট্রে অচিরেই বিজেপি ক্ষমতা দখল করবে। এর আগে কর্নাটকে কংগ্রেস শাসিত সরকারের পতন ঘটিয়ে বিজেপি মসনদে বসে। সেই পথ ধরেই এবার এনডিএ-র নয়া লক্ষ্য, মিশন মহারাষ্ট্র।


