কোলাঘাটের দেউলবাড় এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে গুলি চালিয়ে দুষ্কৃতীরা খুন করলো সোনা ব্যবসায়ীকে

কোলাঘাটের দেউলবাড় এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে গুলি চালিয়ে দুষ্কৃতীরা খুন করলো সোনা ব্যবসায়ীকে
21 Nov 2023, 05:40 PM

কোলাঘাটের দেউলবাড় এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে গুলি চালিয়ে দুষ্কৃতীরা খুন করলো সোনা ব্যবসায়ীকে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত দেউলবাড় এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে সোমবার রাত্রি পৌনে ন টা নাগাত কয়েকজন দুষ্কৃতি গুলি চালিয়ে সমীর পড়িয়া নামে ৩৭ বছর বয়সী এক সোনা ব্যবসায়ীকে খুন করে । তার বাড়ী কোলাঘাট থানার উত্তর জিঞাদা গ্রামে। ওই সোনা ব্যবসায়ীকে গুলি করে খুন করার পাশাপাশি তার কাছে থাকা সোনার গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ওই ঘটনার প্রতিবাদে জাতীয় সড়কে পথ অবরোধ চলছে। সেইসঙ্গে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্তব্ধ হয়ে পড়েছে ছয় নম্বর জাতীয় সড়ক। রাস্তার দুই ধারে  সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে কয়েকশো গাড়ি ।ঘটনাস্থলে পৌঁছেছে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিকরা। পুলিশ এখনো মৃতদেহ উদ্ধার করতে পারেনি ৬ নম্বর জাতীয় সড়কের উপর দুর্বার এলাকায় ওই ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে রয়েছে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সেই সঙ্গে দুষ্কৃতীদের সন্ধানে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং শুরু করা হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলার পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

Mailing List