নতুন রূপে আসছেন মীর, সুখবর নতুন বছরে

নতুন রূপে আসছেন মীর, সুখবর নতুন বছরে
02 Jan 2023, 07:30 AM

নতুন রূপে আসছেন মীর, সুখবর নতুন বছরে

আনফোল্ড বাংলা প্রতিবেদন:  ১ লা জুলাই, ২০২২। হঠাৎ করেই মীর আফসার আলির ঘোষনায় মন খারাপ হয়ে গিয়েছিল গল্পপ্রেমীদের। রেডিও মির্চি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেদিন। একটা যুগ পার করে একটি রেডিও স্টেশনের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ তাঁর সরে আসার ঘোষণায় মন খারাপ হয়ে গিয়েছিল সকলেরই।

তবে মির্চি ছাড়লেও রেডিও ছাড়ছেন না, এমনটাই জানিয়ে দিয়েছিলেন মীর। কিছুদিনের একটা বিরতি নেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় লাইভে গল্প পড়া শুরু করেন তিনি। আর মুহূর্তেই বেড়ে যায় শ্রোতা। ‘গপ্পো মীরের ঠেক’ এর জন্য অপেক্ষায় থাকেন বড় সংখ্যক শ্রোতা। ‘সানডে সাসপেন্সে’ মীরের অভাব পূরণ হয়ে গিয়েছিল এখানেই।

জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ‘গপ্পো মীরের ঠেক’ নামে খুলে যায় একাধিক ভুয়ো ইউটিউব চ্যানেল। আর তাই বছরের শুরুতেই বড় ঘোষনা করলেন মীর। ২ জানুয়ারিই নিজের আসল ইউটিউব চ্যানেলের নাম ফাঁস করতে চলেছেন তিনি। আর সেই সঙ্গে ভুয়ো চ্যানেলগুলির দফাও রফা করবেন।

ব্যান্ডেজের সঙ্গে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন মীর। এছাড়াও ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে ‘ফুডকা’ নামে একটি ইউটিউব চ‍্যানেল আগে থেকেই রয়েছে মীরের। এবার আরো একটি ইউটিউব চ‍্যানেল খোলার ঘোষণায় উচ্ছ্বসিত নেটিজেনরা। মীর বলেছিলেন, রেডিও তিনি ছাড়ছেন না। দীর্ঘ ২৮ বছর রেডিওর সঙ্গে যুক্ত ছিলেন মীর। তাঁর কামব্যাকের অপেক্ষার পারদ চড়ছে এবার ভক্তদের মধ্যে।

Mailing List