মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু, চিকিৎসা শুরু করেও বাঁচানো যায়নি, শোকস্তব্ধ সকলেই

মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু, চিকিৎসা শুরু করেও বাঁচানো যায়নি, শোকস্তব্ধ সকলেই
আনফোল্ড বাংলা প্রতিবেদন: চলে গেলেন খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দফতরের মন্ত্রী সুব্রত সাহা। ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গেলেন সুব্রত সাহা। এদিন সকালে বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তড়িঘড়ি আইসিইউতে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় মন্ত্রী সুব্রত সাহার। মন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। হঠাৎ মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে পরিবার-পরিজনরা শোকে বিহ্বল হয়ে পড়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন তিনি। খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সুব্রত সাহা। সাগরদিঘীর বিধায়ক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহল শোকাহত।


