পঞ্চায়েতে বিরোধীদের নির্ভয়ে প্রার্থী দিতে বললেন মন্ত্রী পুলক রায়

পঞ্চায়েতে বিরোধীদের নির্ভয়ে প্রার্থী দিতে বললেন মন্ত্রী পুলক রায়
সুলেখা চক্রবর্তী, বাগনান
বিরোধী বিজেপি ও সিপিএম-কংগ্রেসকে পঞ্চায়েত নির্বাচনে নির্ভয়ে প্রার্থী দিতে বললেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী পুলক রায়। সোমবার বাগনানের নবাসনে বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের মন্ত্রী পুলক রায় বলেন, "হাওড়ার ১৫৭টি গ্রাম পঞ্চায়েত, ১৪টি পঞ্চায়েত সমিতির সব আসনে বিরোধীরা প্রার্থী দিন। নির্ভয়েই প্রার্থী দিন। মাঠ ছেড়ে পালাবেন না। রাজ্যপালের কাছে বারবার যাবেন না। প্রার্থী দিন। মানুষের রায়কে মাথা পেতে নেব। কিন্তু সব কটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।
এদিন তিনি ছাত্র যুবদের উদ্দেশ্যে বলেন, "মানুষের দরবারে গিয়ে বলতে হবে আবাস যোজনার টাকায় রাজ্যেরও অংশীদারি রয়েছে। এই টাকা আটকে রাখা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে আবাস যোজনার টাকা না পাওয়ায় মানুষ বাড়ি পেল না। সরকারী সুবিধা নিয়ে মানুষের কাছে পৌঁছে যান। তৃণমূল কংগ্রেস সব আসনে জয় লাভ করবে।" এদিন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন যুব কর্মীদের উদ্দেশ্যে জানান, "আখের গোছানোর মানসিকতা ত্যাগ করতে হবে। নিজেদের তৈরী করলেই মূল তৃণমূল কংগ্রেস করা যাবে।" এদিন আরএসএসের বিরুদ্ধে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে নেতাজীকে আরএসএস হাইজ্যাক করার চেষ্টা করেছে বলে ও অভিযোগ করেন।


