নতুন দফতরের দায়িত্ব নিয়েই পরিবেশ সচেতনতায় জোর মন্ত্রী মানস ভুঁইয়ার

নতুন দফতরের দায়িত্ব নিয়েই পরিবেশ সচেতনতায় জোর মন্ত্রী মানস ভুঁইয়ার
05 Aug 2022, 07:45 PM

নতুন দফতরের দায়িত্ব নিয়েই পরিবেশ সচেতনতায় জোর মন্ত্রী মানস ভুঁইয়ার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পরিবেশ দফতরের দায়িত্ব নেওয়ার পর ওই দফতরের নতুন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া শুক্রবার আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্বভার গ্রহণ করেন। তাঁকে স্বাগত জানান দফতরের আধিকারিকরা। এই দফতরের কনফারেন্স রুমে সকল আধিকারিক ও কর্মীদের সঙ্গে প্রথম বৈঠক করেন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বিবেক কুমার, পি সি বি চেয়ারম্যান কল্যাণ রূদ্র, পলিউশন কন্ট্রোল বোর্ড মেম্বার সেক্রেটারি রাজেশ কুমার সহ একাধিক আধিকারিক।

দফতরে যোগ দিয়ে মানস রঞ্জন ভূঁইয়া বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অতিরিক্ত একটা দায়িত্ব দিয়েছেন পরিবেশ দফতর। খুবই গুরুত্বপূর্ণ দপ্তর। পরিবেশ নিয়ে সারা বিশ্বেই এখন চর্চা হচ্ছে। পলিউশন এ সাবজেক্ট অফ প্রেজেন্ট ডে টকিং পয়েন্টস। সবাই মিলে এটা নিয়ে খুবই গুরুত্ব দেন। খুবই সংবেদনশীল দপ্তর। খুবই গুরুত্বপূর্ণ দপ্তর। দেখতে হয়তো ছোট কিন্তু পরিধি বিস্তারিত শিল্প পরিবেশ গ্রাম শহর পুরসভা মিউনিসিপালিটি পঞ্চায়েত ও মানুষের সঙ্গে নগর জীবনের সভ্যতার সঙ্গে আবার বস্তিবাসীদের সঙ্গে চোখ বন্ধ করে যদি দেখেন পরিবেশ দপ্তরের উপস্থিতি দেখতে পাবেন। সেই বিষয়গুলো জেনে নেব পড়বো শিখবো এদের কাছ থেকে এবং প্রতিদিনই শিখবো। আমাদের দপ্তরের আধিকারিকদের আমাদের বিবেক কুমার সাহেবের নেতৃত্বে যা চলছে তাঁদের কাছে আমার একটাই আবেদন থাকবে যে ইনফরমেশন যা পাবেন সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব এবং তীক্ষ্ণ নজর রেখে আমরা রেসপন্ড করব রিঅ্যাক্ট করবো না। তাতে করে মুখ্যমন্ত্রীর যে নির্দেশনামা সচেতনতার সঙ্গে মানুষের সেবা করা আর এই দপ্তরটা শুধু মানুষ নয় মানুষ এবং পরিবেশের বন্ধুত্ব গড়ে তোলা। মানুষের জীবন জীবিকাকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে পরিবেশকে আরো সুন্দর করে গড়ে তোলা এটাই এই দপ্তরের কাজ। দায়িত্ব বারা কমা কোনো ব্যাপার না। মুখ্যমন্ত্রী যেটা ভালো বুঝেছেন দিয়েছেন আমি সেই কাজ নিষ্ঠার সাথে পালন করবো।’

তিনি উদাহরণ দেন, ক’দিন আগেই একটি গরু ১৪ কেজি প্লাস্টিক খেয়ে নিয়েছিল। পরে গরুর অস্ত্রোপচার করে তা বের করা হয়। মানসবাবু বলেন, ‘‘মানুষ নিশ্চয় সচেতন হবেন। মানুষ তো সবচেয়ে সংবেদনশীল জীব।’’

Mailing List