পুরুলিয়ার কাশীপুরে কর্মীসভা করলেন মন্ত্রী ব্রাত্য বসু

পুরুলিয়ার কাশীপুরে কর্মীসভা করলেন মন্ত্রী ব্রাত্য বসু
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার পুরুলিয়া জেলার কাশীপুর ব্লক এলাকায় একটি কর্মীসভা অনুষ্ঠিত হল তৃনমূলের। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি কাশীপুরে বিধায়কের কার্যালয়ে এসে কাশীপুর ব্লক এলাকার তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথের নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে যে কর্মীসভা করেন। কর্মী সভায় সভায় উপস্থিত ছিলেন,কাশীপুর বিধানসভার বিধায়ক স্বপন বেলথরিয়া সহ পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া বেলথরিয়া ও তৃণমূল কংগ্রেসের কাশীপুর ব্লক সভাপতি সুদেব হেমব্রম সহ অন্যান্যরা।
এদিনের এই কর্মীসভায় যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মীসভা। এই কর্মীসভায় মধ্য দিয়ে কর্মীদের মনোবলকে আরও চাঙ্গা করে তাদের ভোটের ময়দানে কোমর বেঁধে নামার বার্তা দেওয়া হল। অন্যদিকে কাশীপুর বিধানসভার বিধায়ক স্বপন বেলথরিয়া বলেন, আসন্ন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কাশীপুর বিধানসভা থেকে তৃনমূলের যেই প্রার্থী হোক না কেন আমাদের একটাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে তুলতে হবে। আর সেই লক্ষ্যেই কাশীপুর ব্লক এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও কর্মীদের নিয়ে এই কর্মীসভা, যে সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।



