দিঘায় লটারির টিকিট কেটে কোটিপতি হাওড়ার ভোলানাথ সামন্ত

দিঘায় লটারির টিকিট কেটে কোটিপতি হাওড়ার ভোলানাথ সামন্ত
আনফোল্ড বাংলা প্রতিবেদন: লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন হাওড়ার তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অভিরামপুর সামন্ত পাড়ার বাসিন্দা ভোলানাথ সামন্ত। জানা গিয়েছে, গত ১৭ ই আগস্ট তিনি দীঘায় পর্যটকদের নিয়ে গাড়ি চালিয়ে যান। সেখানে এক লটারির দোকান থেকে ৩০০ টাকার লটারি কেনেন। আর তাতেই খুলে যায় ভোলানাথের ভাগ্য। পেশায় ছোটখাটো ট্রান্সপোর্ট ব্যবসায়ী ভোলানাথ মাত্র সাড়ে 300 টাকার লটারির টিকিট কেটে কোটিপতি হবেন একথা কখনো ভাবেননি। ভোলানাথ বাবু জানিয়েছেন, নিছকই শখের বসে মাঝে মধ্যে লটারির টিকিট কাটেন। কখনো কখনো পাঁচশ হাজার টাকা লেগেও গিয়েছে। কিন্তু কখনোই একসঙ্গে এক কোটি টাকা পাননি তিনি। খবরটা চাউর হতে সময় লাগেনি বেশিক্ষণ। এখন রীতিমত হাওড়া তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অভিরামপুর সামন্ত পাড়ার ভোলানাথ সামন্ত বাড়ি মানুষজন যাতায়াত করছে। ভোলানাথ বাবুর স্ত্রী সুমিত্রা দেবী জানান,"কোটি টাকা পাওয়ার পরেও বলব লটারির টিকিট যেন না কাটে"। এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে সরাসরি স্বামীকে লটারির টিকিট না কাটার জন্য অনুরোধ জানান। তবে এই মুহূর্তে সামান্য এক ছোট ট্রান্সপোর্ট ব্যবসায়ী যিনি গাড়িতে করে পর্যটকদের এখানে ওখানে পৌঁছে দেন সেই ভোলানাথ সামন্তর বাড়ি রীতিমতো সেলিব্রিটির মর্যাদা পাচ্ছে। কি করবেন এই টাকা নিয়ে?-এই প্রশ্নের উত্তরে ভোলানাথ বাবু জানান,"এত টাকা পেয়েছি শুনেই হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। যা করবো পরিবারের সঙ্গে আলোচনা করেই করবো।" উল্লেখ্য শান্তশিষ্ট ভোলানাথের কপাল খুললো শ্রাবন মাসেই।


