মিড ডে মিলে ইঁদুর-টিকটিকি, চাকরি গেল সুপারভাইজারের, সাসপেন্ড আরও দুই মালদায়

মিড ডে মিলে ইঁদুর-টিকটিকি, চাকরি গেল সুপারভাইজারের, সাসপেন্ড আরও দুই মালদায়
15 Jan 2023, 01:50 PM

মিড ডে মিলে ইঁদুর-টিকটিকি, চাকরি গেল সুপারভাইজারের, সাসপেন্ড আরও দুই মালদায়

 

নারায়ণ সরকার, মালদা

 

মিড ডে মিলের খাবারে এখন প্রায়ই টিকটিকি থেকে ইঁদুর পাওয়ার খবর মিলছে। এমনকী, মরা সাপেও মিলেছে কিছু ক্ষেত্রে। যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষও সৃষ্টি হয়েছে। তাই এবার নজির গড়তে কড়া পদক্ষেপ নেওয়া হল মালদায়।

মিড ডে মিলের চাল রাখার জায়গায় মিলেছিল টিকটিকি ও ইঁদুর। তার জেরে সাসপেন্ড করা হল স্কুলের টিচার-ইন-চার্জকে। সাসপেন্ড করা হয়েছে স্কুল পরিদর্শককেও (এসআই)। আর ঘটনার পর সুপারভাইজারের দায়িত্বে থাকা চুক্তি ভিত্তিক কর্মীকে বরখাস্ত করা হল। ঘটনাটি মালদা জেলার চাঁচল-৩ ব্লকে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল-৩ ব্লকের খরবা-২ চক্রের অন্তর্গত বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুল। এই স্কুলেই মিড ডে মিলের চাল রাখার কন্টেনারে মিলেছিল মরা টিকটিকি ও ইঁদুর। তারই জেরে স্কুলের টিচার-ইন-চার্জ উজ্জ্বলকুমার সাহা এবং সাব ইন্সপেক্টর অব স্কুল আব্দুল হানিফকে সাসপেন্ড করার নির্দেশ দে‌ন জেলাশাসক। তারই সঙ্গে চুক্তিভিত্তিক এডুকেশন সুপারভাইজার স্বপন সরকারকে বরখাস্ত করারও নির্দেশ দেওয়া হয়। তারপরই তাঁদের সাসপেন্ড ও বরখাস্ত করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যেহেতু বিষয়টি পুষ্টি সংক্রান্ত, তাই এটি গুরুত্ব সহকারে দেখা উচিত। কিন্তু সেই কাজে গাফিলতি থাকার কারণেই এই পদক্ষেপ।

Mailing List