বিনা নোটিশে হাওড়ার স্কুলে বন্ধ মিড ডে মিল, ক্ষোভ ছাত্রছাত্রীদের মধ্যে  

বিনা নোটিশে হাওড়ার স্কুলে বন্ধ মিড ডে মিল, ক্ষোভ ছাত্রছাত্রীদের মধ্যে   
12 Nov 2022, 03:15 PM

বিনা নোটিশে হাওড়ার স্কুলে বন্ধ মিড ডে মিল, ক্ষোভ ছাত্রছাত্রীদের মধ্যে

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

আর এক দিন পরেই শিশু দিবস। শিশুদের সার্বিক উন্নয়নের জন্য হাজারো প্রকল্প রয়েছে। তাদের মধ্যে একটি প্রকল্প হল স্কুলে স্কুলে মিড ডে মিল। মিড ডে মিল যাতে স্কুলে স্কুলে সঠিক ভাবে সব ছাত্রছাত্রীরা পায় তার জন্য বিভিন্ন নির্দেশিকা চালু রয়েছে। যেমন স্কুলগুলিতে খাদ্য তালিকা টাঙিয়ে রাখতে হবে, কোন দিন কি খাওয়ানো হবে। তৈরী করা হয়েছে মিড ডে মিলের ঘর। সঠিক নজরদারির জন্য শিক্ষা বন্ধু নিয়োগ করা হয়েছে ইত্যাদি।

কিন্তু এত নির্দেশিকা সত্ত্বেও এখনো মিড ডে মিল নিয়ে যে অনেক স্কুল উদাসীন তার নজির মিললো হাওড়ার শ্যামপুরের বালিকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, শনিবার স্কুল শেষে অভুক্ত অবস্থায় বাড়ি ফিরে গিয়েছে শতাধিক শিশু। এই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৩০ এর কাছাকাছি। শিক্ষক চার জন। মিড ডে মিলের জন্য নিয়োজিত দু’জন। কিন্তু মিড ডে মিল না হওয়ায় এদিন ফিরে গিয়েছে কোমলমতি শিশুরা। জানা গিয়েছে, খাওয়ার সময় হলে শিশুরা যখন খাওয়ার কথা শিক্ষকদের বলেছে তখন কোনও সদুত্তর দিতে পারেন নি তারা। যেমন সদুত্তর দিতে পারেননি স্কুলের প্রধান শিক্ষক অসিরঞ্জন সামন্ত। তিনি জানান, "মিড ডে মিল তৈরীর জন্য নিয়োজিত মহিলারা না আসায় এই অবস্থা হয়েছে।’’ যদিও এই ধরনের ঘটনা আর ঘটবে না বলে জানান প্রধান শিক্ষক। কিন্তু এদিন যে শিশুরা খেতে পেল না তার কি হবে?-এ প্রশ্নের উত্তর দিতে পারে‌ননি প্রধান শিক্ষক। সূত্রের খবর, বিষয়টি নিয়ে শ্যামপুর দুই ব্লক প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। অন্যদিকে হঠাৎ বিনা নোটিশে মিড ডে মিল বন্ধ হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা।

Mailing List