মেঘলা আকাশ-শিলাবৃষ্টির পরেই রাজ্যে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

মেঘলা আকাশ-শিলাবৃষ্টির পরেই রাজ্যে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
আনফোল্ড বাংলা প্রতিবেদন : আবার দাপট নিয়ে ফিরতে চলেছে শীত।
বাংলাদেশের ওপর তৈরি ঘূর্ণাবর্ত সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার জের। যার জেরে আগামী কয়েকদিন রাজ্যজুড়েই মেঘলা আকাশ থাকবে। এই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে শিলা বৃষ্টি হবে। সকালের দিকে ঘন কুয়াশাও থাকবে বলে জানানো হয়েছে। এরপর তাপমাত্রা আবার কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বহু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শিলা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
আর এরপরেই বঙ্গভূমে শীত আবার ঘুরে দাঁড়াবে বলেও জানানো হয়েছে।
চলতি মরশুমে সর্বাধিক ঠান্ডা সম্ভবত এবারই পড়তে চলেছে বলেও জানানো হয়েছে। আকাশ পরিষ্কার হয়ে পরেই প্রবল দাপট নিয়ে ফিরতে চলেছে শীত। শীতের এই চতুর্থ স্পেলে কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে। এমনকি কলকাতার শহরতলীর কিছু অংশে তাপমাত্রা দশের নীচেও নেমে যেতে পারে। কলকাতায় এদিন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যার রবিবারের তুলনায় কিছুটা কমই। পুরুলিয়া, শ্রীনিকেতন-সহ পশ্চিমের জায়গাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে, ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বহরমপুরে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, সাধারণতন্ত্র দিবসের পরেই মাঘের শীত মালুম পাবে বাঙালি।



