দেশের জার্সিতে গোলের সেঞ্চুরি করে নতুন রেকর্ড মেসির

দেশের জার্সিতে গোলের সেঞ্চুরি করে নতুন রেকর্ড মেসির
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: দেশের জার্সিতে গোলের সেঞ্চুরি মেসির। কুসাকাও এর বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনা অধিনায়ক। এই ম্যাচে নামার আগে মেসির ঝুলিতে আর্জেন্তিনার হয়ে ৯৯টি গোল ছিল। ফলে একটি গোল করতে পারলেই ফের রেকর্ড গড়ার সম্ভাবনা ছিল। আর সেই সম্ভবনাকেই সত্যি করলেন লিও। ২০ মিনিটের মাথায় অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেই রেকর্ড গড়েন মেসি। আর্জেন্তিনার জার্সিতে মেসির শততম গোল করতে সময় লাগল ১৭৪টি ম্যাচ।
দেশের জার্সি গায়ে ১০০টি গোল রয়েছে মাত্র দুই জন ফুটবলারের। আলি দাই ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসি নিজেও পুরো বিষয়টা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। মেসি নিজেও চান, এই উত্সব যেন না থামে। ইনস্টাগ্রামে তিনি নিজের শততম গোলের ম্যাচের কিছু ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'আশা করি আমরা সবার সঙ্গে এ ধরনের আরও অনেক আনন্দ-উত্সব ভাগাভাগি করে নেব। এই পাগলামো যেন শেষ না হয়।'মেসির নিজের পারফরম্যান্স যা-ই হোক, পিএসজির দলগত পারফরম্যান্স মোটেও ভালো নয়। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে মেসির দল, লিগেও খুব ভালো খেলছে না।
মেসি তাঁর শততম গোলটি পাওয়ার দিনে বড় জয় পেল বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনাও জিতেছে ৭-০ গোলে। ১৯৭৫ সালে কোপা আমেরিকায় ভেনিজুয়েলাকে ১১–০ গোলে হারানোর পর ঘরের মাঠে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয় আর্জেন্টিনার। আর সব মিলিয়ে ২০১৫ সালের পর এত বড় ব্যবধানে জিতল আর্জেন্টিনা। হিউস্টনে ৮ বছর আগে বলিভিয়াকেও একই ব্যবধানে হারিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।


