অঙ্ক নয়, জিতেই নক আউটে যেতে চান মেসিরা

অঙ্ক নয়, জিতেই নক আউটে যেতে চান মেসিরা
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আজ মরন বাঁচন ম্যাচ আর্জেন্টিনার। প্রতিপক্ষ পোল্যান্ড। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে সহজ হিসেব, পোল্যান্ডকে হারিয়ে নকআউট নিশ্চিত করা। ম্যাচ ড্র হলে! সেক্ষেত্রে পোল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করবে। আর্জেন্টিনার ভাগ্য নির্ধারণ করবে সৌদি আরব বনাম মেক্সিকো ম্যাচ। সৌদি আরব জিতলে ৬ পয়েন্ট নিয়ে নকআউটে পৌঁছে যাবে এবং আর্জেন্টিনা গ্রুপ পর্বেই ছিটকে যাবে। মেক্সিকো জিতলে তাদেরও চার পয়েন্ট হবে। তবে গোল পার্থক্যে মেসিদের ছাপিয়ে যেতে তাদের অন্তত ৪ গোলের ব্য়বধানে জিততে হবে। দুটি ম্যাচই ড্র হলে পোল্যান্ড, আর্জেন্টিনা শেষ ষোলোয় জায়গা করে নেবে। তবে কোনও অঙ্ক নয় মেসিদের লক্ষ্য জিতেই নক আউট নিশ্চিত করা।
ম্যাচের আগের দিন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, 'লেয়নডস্কি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। দুরন্ত ছন্দে রয়েছে। তবে আমরাও তৈরি। সকলেই জানে এই ম্যাচের উপরেই আমাদের বিশ্বকাপের ভাগ্য নির্ভর করছে। তাই জেতা ছাড়া অন্য কিছুই ভাবতে চাই না এই মুহূর্তে।' পাশাপাশি লেওনডস্কিকে আটকানোর জন্য নীল-সাদা রক্ষণও যে একশো শতাংশ তৈরি তা জানিয়ে দিলেন ডিফেন্ডার লেসান্দ্রো মার্টিনেজ।
মেসিকে আটকানোর পথ কী, নিয়ে পোল্যান্ড কোচ মিখনিয়েভিৎস যা বলেছেন, ‘এই প্রশ্নের উত্তর তো অনেক বছর ধরেই খুঁজে মরছে সবাই। কেউ কি পেয়েছে? আসলে এই প্রশ্নের কোনো উত্তর নেই। মেসি গোলের পর গোল করে গেছে, অ্যাসিস্টের পর অ্যাসিস্ট। এটা ওর শেষ বিশ্বকাপ বলে আরও বেশি উদ্দীপ্ত। ওকে আটকানোটা একজনের কাজ নয়। কয়েকজন মিলে আমরা চেষ্টা করব।’


